গ্রামেই ফিরলেন প্রদীপ্ত ও টিম ‘বিরহী’
RBN Web Desk: বর্তমানে বাংলা ছবি বা সিরিজ়ের কাহিনী মানেই শহুরে প্লটের বাড়বাড়ন্ত। থ্রিলার, রোমান্টিক কিংবা লাইফস্টাইলের গল্পে ইদানিং শুধুই উঠে আসে নগরকেন্দ্রিক জীবনযাত্রার কথা। জটিল, লার্জার দ্যান লাইফ ও সাজানো চরিত্রের মাঝে চেনা ছাপোষারা যেন অনেকটাই পিছনের সারিতে। সেই প্রতিদিনের চেনা আশেপাশের মানুষগুলোকে নিয়েই আসছে প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ওয়েব সিরিজ় ‘বিরহী’। অভিনয় করেছেন সায়ন ঘোষ, অনুরাধা মুখোপাধ্যায়, শতাক্ষি নন্দী, অমিত সাহা, শ্রাবন্তী ভট্টাচার্য, দীপক হালদার।
এই সিরিজ়ের কাহিনী একটি গ্রামকে কেন্দ্র করে যার নাম বিরহী। সেখানে এক সরকারি স্কুলে চাকরি করতে আসে মফস্বলের ছেলে কৃষ্ণকান্ত হালদার। স্কুলে পৌঁছবার জন্য তাকে প্রতিদিন অনেকটা রাস্তা পেরোতে হয়। তবে বিরহী যেমন তেমন গ্রাম নয়। সেই গ্রামে এমন অনেক কান্ড ঘটে যা লাজুক ও ভীতু কৃষ্ণকে আরও কোণঠাসা করে দেয়। কিন্তু সরকারি চাকরি বলে কথা, তাই ছেড়ে যেতেও পারে না।
আরও পড়ুন: প্রথমবার বাংলা গানে রহমান
এর আগে গ্রাম বাংলার প্রেক্ষাপটে ‘বাকিটা ব্যক্তিগত’ ও ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ করেছেন প্রদীপ্ত। তাঁর এই সিরিজ়ও গ্রামের পটভূমিতে। বারবার গ্রাম্য জীবনের গল্প বলার কারণ হিসেবে প্রদীপ্ত রেডিওবাংলানেট-কে জানালেন, “বাংলা ছবিতে গ্রামকে যেভাবে দেখানো হয়, আসল বাংলার ছবিটা কিন্তু তাতে উঠে আসে না। গ্রাম বলতেই শান্তিনিকেতন আর শহর বলতেই কলকাতা এই ধারনাটা পাল্টানো দরকার। তাই এরকম একটা প্রেক্ষাপটে গল্পটা বলতে চেয়েছি। এখানে চরিত্ররা সকলেই খুব চেনা। শুধু পর্দায় নয়, বাস্তবেও এরা আছে।”
এক বন্ধুর গ্রামের স্কুলে চাকরি পাওয়ার ঘটনার স্মৃতি থেকেই গল্পটা তাঁর মাথায় আসে বলে জানালেন প্রদীপ্ত। “আমরা তো শুধু পিকনিক করতে গ্রামে যাই। কিন্তু শহুরে জীবনযাত্রা অনেকটাই নিয়ন্ত্রিত হয় গ্রাম দ্বারা। এখন যেমন ট্রেন বন্ধ বলে সবজির দাম বাড়ছে। গল্পটা খুব জমজমাট একটা গ্রামের। যাত্রার মতো একটা ঘনঘন ওঠাপড়া আছে,” জানালেন পরিচালক।
সিরিজ়ের শ্যুটিং হয়েছে নদীয়ার তেহট্টে। পেশাদার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বহু স্থানীয় মানুষও অভিনয় করেছেন।
কৃষ্ণের চরিত্রে রয়েছেন সায়ন। তিনি জানালেন, “আসলে বিরহী হলো ক্রাইমের ডিপো। এদিকে কৃষ্ণ নিজে ভীতু স্বভাবের। তার ওপর প্রতিদিন এতটা রাস্তা যাতায়াত করে সে এমনিও ক্লান্ত থাকে। এই সব মিলিয়ে নানারকম ঘটনা ঘটতে থাকে গ্রামে। চরিত্রটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি নিজে যেহেতু মফস্বলে বড় হয়েছি তাই কৃষ্ণকে বুঝতে আমার কোনও সমস্যা হয়নি।”
সিরিজ়ে একটি বিশেষ চরিত্রে রয়েছেন অনুরাধা। “আমার চরিত্রটা একটু মডার্ন এক গ্রামের মেয়ের। নামটা এখনই বলা যাবে না। তবে যেভাবে গ্রামের মেয়েদের দেখানো হয় এটা ঠিক তেমন চরিত্র নয়। যদিও আমি আদ্যন্ত শহুরে তবে প্রদীপ্তদা যেভাবে বুঝিয়েছিলেন তারপর কাজটা করতে অসুবিধা হয়নি। উনি সবাইকে যথেষ্ট স্পেস দেন, ফলে স্বাধীনভাবে কাজটা করা যায়,” জানালেন অনুরাধা।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
সিরিজ়ে রাধা নামক একটি চরিত্রে রয়েছেন শতাক্ষি। এই চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে সাইকেল শিখতে হয়েছে বলে জানালেন তিনি। “থিয়েটার থেকে আমার যা অভিজ্ঞতা সেটাও এখানে কাজে লেগেছে কারণ সেই ধরনের অভিনয়ের সঙ্গে অনেক মিল পেয়েছি আমি,” জানালেন শতাক্ষি।
সাত্যকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় প্রচলিত বাউল ও আধুনিক, দু’ধরণের সুরই থাকছে সিরিজ়ে।
আগামীকাল উরিবাবা ডিজিট্যাল মাধ্যমে মুক্তি পেতে চলেছে ‘বিরহী’।