তপন সিংহ থেকে মার্লন ব্রান্ডো, প্রদর্শনীর উদ্বোধন উৎসবে

কলকাতা: শুরু হলো ত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। আজ ছিল উৎসবের দ্বিতীয় দিন। একইসঙ্গে নন্দন ও রবীন্দ্র সদন চত্বরে আজ থেকেই উৎসবের সূচনা হলো। এ বছর উৎসবে বিশেষভাবে পরিচালক তপন সিংহের (Tapan Sinha) জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। সেই উপলক্ষে নন্দন ফয়ারে আজ থেকে শুরু হলো তাঁর ছবি নিয়ে এক প্রদর্শনী। উদ্বোধন করলেন অভিনেত্রী শতাব্দী রায় (Satabdi Roy), পরিচালক-পুত্র বৈজ্ঞানিক অনিন্দ্য সিংহ (Anindya Sinha), শিল্পী যোগেন চৌধুরী (Jogen Chowdhury) ও পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghose)। প্রদর্শনীতে রয়েছে পরিচালকের বেশ কিছু ছবির পোস্টার, তাঁর ব্যক্তিগত সংগ্রহের বুকলেট এবং তাঁর কাজ নিয়ে নানান তথ্য। রয়েছে ‘আতঙ্ক’, ‘অতিথি’, ‘ঝিন্দের বন্দী’, ‘এক ডক্টর কি মওত’, ‘নির্জন সৈকতে’র মতো ছবির পোস্টার। 

১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল তপন সিংহের বিখ্যাত ছবি ‘আতঙ্ক’। সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শতাব্দী। এছাড়াও ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, প্রসেনজিত চট্টোপাধ্যায়। নিজের ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে শতাব্দী বললেন, “সেই সময়টা খুব মনে পড়ছে আজ। শুধু পরিচালক নয়, তপন সিংহ মানুষ হিসেবেও আমার কাছে বিরাট এক ব্যক্তিত্ব। আমার মনে হয় সিনেমা জগতে যে জায়গা ওঁর পাওয়া উচিত ছিল, সেটা উনি পাননি। নিজের হয়ে কখনও প্রচার করতেন না। তবে মানুষ ওঁর কাজকে মাথায় করে রেখেছে, একটার পর একটা ছবি হিট করেছে সেই কারণেই। আর ওঁর এত ছবি, অথচ প্রতিটা ছবির বিষয় আলাদা, এটা আর কারোর ক্ষেত্রে দেখা যায় না। ওঁর ছবি বুঝতে অন্য কাউকে ডাকতে হতো না। খুব সহজ ভাষার ছবি যা সব ধরনের মানুষকে ছুঁয়ে যেত।”

আরও পড়ুন: কেয়াতলায় রাপ্পা রায়, সঙ্গে ডলফিনও

এছাড়া গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় শুরু হলো শতবর্ষে পা দেওয়া চার কিংবদন্তি অভিনেতা ও পরিচালকের ছবি ও তথ্য নিয়ে প্রদর্শনী। ফিতে কেটে প্রদর্শনীর সূচনা করলেন শতাব্দী ও অন্যান্যরা। মার্কিন অভিনেতা মার্লন ব্রান্ডো (Marlon Brando), ইতালিয়ান অভিনেতা মার্চেলো মাস্ত্রোইয়ানি (Marcello Mastroianni), বাংলার অভিনেত্রী অরুন্ধতী দেবী (Arundhati Devi) ও পরিচালক হরিসাধন দাশগুপ্তর (Harisadhan Dasgupta) ছবি সম্পর্কিত নানা তথ্য নিয়ে সেজে উঠেছে অনবদ্য এই প্রদর্শনীটি।

ছবি: সুফল ভটাচার্য




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *