ফেলুদা সিরিজ়ে বিশেষ চরিত্রে ঋদ্ধি

RBN Web Desk: একসময় তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন, এবার করবেন বিচারক বসের সহকারীর চরিত্র। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ সিরিজ়ের ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ (Bhuswargo Bhoyonkawr) পর্বে অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen) থাকছেন একটি বিশেষ চরিত্রে। সুশান্ত সোমের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যান্য চরিত্রে থাকবেন রজতাভ দত্ত, শাওন চক্রবর্তী ও দেবেশ চট্টোপাধ্যায়। এছাড়াও বরাবরের মতোই ফেলু, জটায়ু ও তোপসে চরিত্রে থাকবেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র। 

২০১৭ সালে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘শেয়ালদেবতা রহস্য’ সিরিজ়ে তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন ঋদ্ধি। সেখানে ফেলুর ভূমিকায় ছিলেন পরমব্রত নিজেই। যদিও ফেলুদা চরিত্রকে নিয়ে তৈরি সিনেমা বা টেলিফিল্মে এমনটা হামেশাই হয়ে এসেছে। খোদ সত্যজিৎ রায়ের ফেলু সৌমিত্র চট্টোপাধ্যায় সন্দীপ রায়ের ‘অম্বর সেন অন্তর্ধান রহস্যে’-এর নামভূমিকায় অভিনয় করেছিলেন। আবার রুকুর বাবা উমানাথ ঘোষাল চরিত্রের অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় সন্দীপের একাধিক ছবিতে সিধু জ্যাঠার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া টোটাকেও সন্দীপের ‘টিনটরেটোর যীশু’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। 

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুর ও গুরু নানককে সম্পৃক্ত করলেন দিলজিত

‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এ ঋদ্ধি এক অবসরপ্রাপ্ত বিচারকের সেক্রেটারির ভূমিকায় থাকবেন। এবার বড়দিনের আগেই আসছে এই সিরিজের দ্বিতীয় পর্ব। কাশ্মীরের বরফঢাকা পাহাড়ে এবার ফেলুদাকে হত্যারহস্যের সমাধান করতে দেখা যাবে। ডাল লেকের হাউসবোটে থাকবে সিরিজ়ের অনেকটা অংশ।

২০ ডিসেম্বর হইচইতে মুক্তি পাবে ‘ফেলুদার গোয়েন্দাগিরি ২: ভূস্বর্গ ভয়ঙ্কর’।

ছবি: RBN আর্কাইভ




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *