কোয়ারেন্টাইনে নওয়াজ়উদ্দিন, বিচ্ছেদের নোটিস পাঠালেন আলিয়া
RBN Web Desk: করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। কয়েকটি জায়গায় তা শিথিল করা হলেও সম্পূর্ণভাবে উঠে যায়নি। ইতিমধ্যে ঈদ পালন করতে মুজ়াফ্ফরপুর গিয়েছেন হিন্দী ছবির জনপ্রিয় অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। সেখানে তাঁর করোনার পরীক্ষাও হয়েছে। রিপোর্ট নেগেটিভ আসা সত্বেও তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
এরই মাঝে বিবাহ বিচ্ছেদ চেয়ে নওয়াজ়উদ্দিনকে আইনী নোটিস পাঠিয়েছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। সেই সঙ্গে খোরেপোষও চেয়েছেন তিনি। গত ৭ মে নওয়াজ়কে ইমেল এবং হোয়াটসঅ্যাপ মারফত বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন আলিয়ার আইনজীবী অভয় সহায়।
আরও পড়ুন: আপন হতে বাহির হয়ে
নওয়াজ় ও আলিয়ার সম্পর্ক ২০০৪ সাল থেকে। বিয়ের আগে আলিয়ার নাম ছিল অঞ্জনা পান্ডে। সংবাদমাধ্যমকে আলিয়া জানিয়েছেন যে ২০১০ সাল থেকেই তাঁর এবং নওয়াজ়ের মধ্যে সমস্যা শুরু হয়। এতদিন তিনি সব সামলে নিচ্ছিলেন। তবে এখন পুরোটাই হাতের বাইরে চলে গিয়েছে, এমনটাই দাবি করেছেন তিনি। বিচ্ছেদের পাশাপাশি তাঁর আগের নাম ফিরে পাওয়ার আইনি প্রক্রিয়াও শুরু করেছেন আলিয়া।
সংবাদমাধ্যমকে অভয় জানিয়েছেন যে নোটিসের বিষয়বস্তু খুবই স্পর্শকাতর। তবে নওয়াজ় এখনও এই নোটিসের কোনও জবাব দেননি।