ঋত্বিক, উত্তমের পর এবার ভানুর চরিত্রে শাশ্বত
RBN Web Desk: কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটক ও বাংলার একমাত্র ম্যাটিনি আইডল উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার বাঙালির অন্যতম পছন্দের অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আজ, অভিনেতার ১০১তম জন্মবার্ষিকীতে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক সায়ন্তন ঘোষাল।
প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবেই নির্মিত হবে এ ছবি বলে জানিয়েছেন সায়ন্তন। ছবির নাম ‘যমালয়ে জীবন্ত ভানু’। তবে এটি ভানুর বায়োপিক নয় বলে জানিয়েছেন সায়ন্তন। যেহেতু বায়োপিক নয়, তাই ভানুর সমসাময়িক অন্য কোনও অভিনেতা, অভিনেত্রী বা পরিচালকের চরিত্র ছবিতে থাকবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
তবে শাশ্বত ছাড়া এই ছবিতে আর কারা অভিনয় করবেন তা এখনও ঠিক করা হয়নি। পয়লা বৈশাখ নাগাদ মুক্তি পাবে ‘যমালয়ে জীবন্ত ভানু’।