চলে গেলেন মৃণাল মুখোপাধ্যায়
কলকাতা: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়। আজ দুপুরে শহরের এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ অনেক দিন ধরেই বার্ধক্যজণিত রোগে ভুগছিলেন এই অভিনেতা।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে বড়পর্দা ও ছোটপর্দায় কাজ করেছেন মৃণালবাবু। তপন সিংহ সহ বাংলার প্রায় সব প্রথম সারির পরিচালকের ছবিতে দেখা গেছে তাঁকে। বড়পর্দা ও ছোটপর্দার পাশাপাশি রেডিও নাটকেও খুবই জনপ্রিয় ছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন বাংলা থিয়েটারের সঙ্গে। তাঁর শেষ অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’।
স্থিরচিত্রে অপেক্ষার গল্প বলবে ‘অ্যাওয়েটিং’
তাঁর কন্যা জোজো মুখোপাধ্যায় বাংলা সঙ্গীতজগতের সুপ্রতিষ্ঠিত শিল্পী।
দীর্ঘদিন ধরেই কর্কটরোগে আক্রান্ত ছিলেন এই অভিনেতা। সম্প্রতি জন্ডিস রোগেও ভুগছিলেন। গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সত্তরোর্ধ্ব অভিনেতার প্রয়াণে শোকের ছায়া বাংলা বিনোদন জগতে।