কাঁধে পড়ল কাটা মাংস, ‘ভাগ্যলক্ষ্মী’র ট্রেলারে চমক

RBN Web Desk: সত্য ও কাবেরী গাঙ্গুলির লাল-নীল সংসার। আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো তাঁদের আছে খরচের টানাটানি। সন্তানকে ভাল স্কুলে পড়ানো, সমাজ, স্ট্যাটাস এই সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলার এক সামঞ্জস্যহীন টানাপোড়েন। এরমধ্যেই ছেলেকে দিল্লির একটি নামকরা স্কুলে ভর্তি করে সত্য-কাবেরী। সত্যর ভাই এই বিষয়ে অনেকটাই সাহায্য করেছিল তাদের। একদিন স্বপ্নপূরণ হবে, ভাবতে শুরু করে দুজনে।

এরই মাঝে সত্যর স্কুলের বন্ধু, সায়ন আসে তাদের বাড়িতে। সঙ্গে একটি সুটকেস। অদ্ভুতভাবে সেই রাত্রে গাঙ্গুলি বাড়িতে সায়নের মৃত্যু হয়। অতিরিক্ত ড্রাগ, নেশা ছিল সায়নের নিত্যসঙ্গী। কিন্তু তার মৃত্যু গাঙ্গুলি দম্পতিকে দাঁড় করিয়ে দেয় এক অসম্ভবের মুখে। দুজনে সায়নের সুটকেস খুলে দেখে রাশি-রাশি টাকা। যে টাকাগুলো পেলে তাদের জীবনের সমস্ত স্বপ্ন হয়তো পূরণ হতে পারে। যে বিপুল পরিমাণ টাকা রোজগারের স্বপ্ন রোজ দেখে সত্য, সে টাকা হঠাৎ করে হাতের নাগালে পেয়ে কী করবে দুজনে? সায়নের দেহ লুকোতে গিয়ে এক টুকরো মাংস পড়ে এক প্রতিবেশীর কাঁধে।

আরও পড়ুন: বহুদিন পর বাংলায় টানটান থ্রিলার

সত্যর ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। ট্রেলারে নজর কেড়েছেন শোলাঙ্কি রায় (Solanki Roy)।  লক্ষীমন্ত সাজে এমন ভয়ানক খুনে কেউ জড়িয়ে পড়তে পারে? দর্শকের মনে প্রশ্ন জাগাবে ট্রেলারের ঝলক। নীল মুখোপাধ্যায় ও লোকনাথ দে ‘ভাগ্যলক্ষী’তে নতুনভাবে ধরা দিয়েছেন। এছাড়া রয়েছেন স্বস্তিকা দত্ত, রতন সরখেল, অনন্যা দাস, দেবপ্রিয় মুখোপাধ্যায় ও যুধাজিৎ সরকার।

মৈনাক জানালেন, “সাধারণ মধ্যবিত্ত এক স্বামী-স্ত্রী কীভাবে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়তে পারে তা নিয়েই আমার ‘ভাগ্যলক্ষ্মী’র ভাবনা। ফ্যান্টাসির হাতছানি মধ্যবিত্ত মানসিকতাকেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে।”

১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ভাগ্যলক্ষ্মী’ (Bhaggyolokkhi)। ‌




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *