ঋতুপর্ণ চেয়েছিল ‘পিয়া তোরা’ আমার গলায় থাকুক: দেবজ্যোতি
RBN Web Desk: হরিহরণের গাওয়া ‘পিয়া তোরা ক্যায়সা অভিমান’ গানটি পরিচালক ঋতুপর্ণ ঘোষ তাঁকে দিয়েই গাওয়াতে চেয়েছিলেন বলে জানালেন সুরকার দেবজ্যোতি মিশ্র। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণর ‘রেনকোট’। ছবির গান লিখেছিলেন ঋতুপর্ণ নিজেই। সেই কথায় সুর দেওয়ার কাজ করেছিলেন দেবজ্যোতি। সেই ছবিতেই ছিল এই গান।
সম্প্রতি পলাশ দে পরিচালিত ‘তরঙ্গ‘ ছবির সঙ্গীত নিয়ে একটি অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজ্যোতি। এই ছবিতে দেবজ্যোতির নিজের গলায় একটি গান রয়েছে। পলাশের ইচ্ছেতেই এই গানটি গেয়েছেন তিনি। অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উঠে এল ঋতুপর্ণ প্রসঙ্গ।
আরও পড়ুন: অতনুর ছবিতে খিটখিটে, হতাশাগ্রস্ত ‘বাল্মীকি’ প্রসেনজিৎ
“হরিহরণ তখন সবে গানটি রেকর্ড করে বেরিয়েছেন,” বললেন দেবজ্যোতি। “আমি স্টুডিওতে ঢুকতেই ঋতু বলল, এটা তুই গা, এত মিষ্টি করে এই গান গাইলে চলবে না। আমার ছবিটার জন্য একটা নেক্সটডোর ভয়েস চাই। আমি রেগে গিয়ে বললাম, তুই আমাকে চিরকাল নেক্সটডোর ভয়েস করেই রেখে দিবি, কখনও স্টার ভয়েস ভাববি না। কিন্তু আমি তো মিউজ়িক কাস্টিং করি। তাই গান তৈরির পর আমার মাথায় থাকে কার গলায় সেটা মানাবে।”
ছবিতে গান গাওয়ার ক্ষেত্রে তাঁর বরাবরই আপত্তি ছিল বলে জানালেন দেবজ্যোতি। “আমি অজস্রবার না বলেছি। সেই আমিই পলাশের ক্ষেত্রে এসে হ্যাঁ বললাম। ও রাজি করাতে পেরেছে আমাকে,” বললেন দেবজ্যোতি।
আরও পড়ুন: বিচ্ছিন্ন দম্পতির ভূমিকায় আবীর-তনুশ্রী
তবে ‘রেনকোট’ প্রথম নয়। এর আগে ২০০২ সালে ঋতুপর্ণর ‘তিতলি’ ছবিতে ‘মেঘপিওনের ব্যাগের ভেতর’ গানটিও দেবজ্যোতিকে দিয়েই গাওয়াবার ইচ্ছে ছিল পরিচালকের।
ঋতুপর্ণর দশটি ছবিতে সঙ্গীত পরিচালানর দায়িত্বে ছিলেন দেবজ্যোতি। তখন কীভাবে গান তৈরি হতো সেই প্রসঙ্গে জানালেন, “আমাদের একটা ফ্লো চলত। ঋতুর ছবির জন্য গান ও নিজেই লিখত। ও একটার পর একটা লিখে যেত, আমাকে দিত, আর আমি তাতে সুর বসাতাম। এই কাজটা খুব তাড়াতাড়ি হতো। যখন যেটা মাথায় আসত হয়ে যেত। আমরা ফিরে আর কিছু ভাবতাম না। যা হয়ে গেল, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা ভালো হলো না বা আরও ভালো হতে পারত, এসব নিয়ে আমরা ভাবতাম না। ওই যে বলে না, ডোন্ট ক্রাই ওভার স্পিল্ট মিল্ক, ব্যাপারটা অনেকটা সেরকম,” বললেন দেবজ্যোতি।
আরও পড়ুন: বাবা-মেয়ের সম্পর্কের ছবিতে মিঠুন
‘মেঘপিওনের ব্যাগের ভেতর’ লেখা হয়ে যাওয়ার পর ঋতুপর্ণ চেয়েছিলেন দেবজ্যোতি নিজেই সেটা রেকর্ড করুন। কিন্তু সুরকার নিজে তখন সেই গানে শ্রীকান্ত আচার্যকে ভেবে ফেলেছেন।
“শ্রীকান্ত তখন নতুন গাইছে। ওটা কোনও ছবিতে গাওয়া ওর প্রথম গান। গান গাইবার ইচ্ছে তখন আমার ছিল না। গানটা লেখার পর ঋতু বলল, দেবু এটা তুই গা। আমি বললাম, এটা শ্রীকান্ত ভালো গাইবে। ওর ভরাট গলায় গানটা শুনতে ভালো লাগবে। শেষমেষ সেটাই হয়েছিল,” স্মৃতি হাতড়ে বললেন দেবজ্যোতি।
ছবি: প্রতিবেদক