বিচ্ছিন্ন দম্পতির ভূমিকায় আবীর-তনুশ্রী
RBN Web Desk: সময়ের সঙ্গে-সঙ্গে বদলে গেছে জীবন। সংসারের মাপকাঠিতে সম্পর্কের টানাপোড়েনের খেলায় সকলেই যে টিকে যাবে সবসময় এমন হয় না। কেউ-কেউ পিছিয়ে পড়ে, ভিন্ন করে নেয় পথ। তবু সত্যিই কি সব সুতো ছিঁড়ে ফেলা যায়? বিবাহবিচ্ছিন্ন এক দম্পতির সম্পর্কের রসায়ন নিয়ে আসছে পরিচালক অর্জুন দত্তর নতুন ছবি ‘ডিপ ফ্রিজ’। অভিনয়ে থাকবেন আবীর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, শোয়েব কবীর ও লক্ষ্য ভট্টাচার্য।
স্বর্ণাভ ও মিলি একে ওপরের সঙ্গে থাকতে চায়নি, ফলে তারা বিবাহ বিচ্ছেদ নেয়। তাদের এক সন্তানও রয়েছে। বিচ্ছেদের পর স্বর্ণাভ আবার বিয়ে করে। নতুন সম্পর্ক এসে কি পুরোনোকে ফিকে করে দেবে? নাকি এমন কিছু টান থাকে যা কোনওদিন অস্বীকার করা যায় না? সম্পর্ক যতই শীতল হোক, মরে যায় না আসলে।
‘অব্যক্ত’, ‘গুলদস্তা’ ও ‘শ্রীমতী’র পর অর্জুনের এটি চতুর্থ ছবি। আবীর ও তনুশ্রীর সঙ্গে প্রথমবার কাজ করছেন তিনি।
আরও পড়ুন: ৩৪ বছর পর একসঙ্গে ‘রামায়ণ’ জুটি
“এমন অনেক দম্পতি আছেন যারা একসঙ্গে থাকেন কিন্তু একে অন্যের সঙ্গে সুখী নন। আগেকার দিনের তুলনায় বর্তমানে ডিভোর্স খুব সাধারণ ব্যাপার। তবে এই নিয়ে কথা বলতে আমরা কোথাও যেন কুণ্ঠা বোধ করি। সম্পর্কের গল্প আমাকে চিরকালই টানে। পুরনো সম্পর্ক কি সত্যি ভুলে যাওয়া যায়? নাকি কোথাও একটা অদৃশ্য টান থেকেই যায়? এই প্রশ্ন আমার মনে আগেও এসেছে। ‘ডিপ ফ্রিজ’ এই সম্পর্কের সমীকরণটাই দেখাবে যেখানে একটা শিশুর জীবনও জড়িয়ে রয়েছে,” বললেন অর্জুন।
ছবির কাহিনি লিখেছেন অর্জুন নিজেই। চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন। আশীর্বাদ ও অর্জুনের সঙ্গে ছবির সংলাপ লিখেছেন আত্মদীপ ভট্টাচার্য। চিত্রগ্রহণে থাকবেন সুপ্রতিম ভোল। সঙ্গীত পরিচালনা করবেন সৌম্য ঋত।