বাবা-মেয়ের সম্পর্কের ছবিতে মিঠুন
Web Desk: তাঁর অভিনীত ‘প্রজাপতি’ সাম্প্রতিককালে বক্স অফিসে ব্যবসার নিরিখে অন্যতম সফল ছবি। বাবা-ছেলের সম্পর্কের কাহিনিতে তিনি ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন দেব। এবার ১৩ বছর পর বাংলাদেশে কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। অন্তত টালিগঞ্জে কান পাতলে তেমনই শোনা যাচ্ছে।
সূত্রের খবর, বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে ছবিতে কাজ করতে মৌখিকভাবে রাজি হয়েছেন মিঠুন। তিনি চিত্রনাট্য শুনেছেন এবং তাঁর তা পছন্দও হয়েছে। এপ্রিলে কোনও একসময়ে মিঠুন হয়তো চুক্তিপত্রে সই করতে পারেন। ছবির নাম ‘হিরো’।
আরও পড়ুন: চণ্ডী ও উমা, ‘মুকুট’-এ দুই রূপেই শ্রাবণী
প্রথমবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে মিঠুন অভিনয় করেছিলেন ১৯৮৫ সালে। শক্তি সামন্তের পরিচালনায় বক্স অফিসে দারুণ সফল হয়েছিল অন্যায় অবিচার। বছর দশেক আগে শেষবার কোনও বাংলাদেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবির নাম ছিল ‘গোলাপি’।
ছবি: হিন্দু বিজ়নেস লাইন