ব্যাঙ্ক থেকে উধাও কয়েক লক্ষ টাকা, অভিযোগ পল্লবীর
RBN Web Desk: পল্লবী চট্টোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর অজান্তেই উধাও হয়ে গেল কয়েক লক্ষ টাকা। গতকাল এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ জানান তিনি। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী দক্ষিণ কলকাতার বাসিন্দা। শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাঙ্কে ছিল তাঁর প্রভিডেন্ড ফান্ডের অ্যাকাউন্ট। কিছুদিন আগে ব্যাঙ্কে চেক জমা দিতে গেলে তাঁকে জানানো হয় তাঁর অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে। পল্লবী খোঁজ নিয়ে জানতে পারেন সেই অ্যাকাউন্ট থেকে ₹৯.১৭ লক্ষ সরিয়ে নেওয়া হয়েছে কোনও একটি সেভিংস অ্যাকাউন্টে। সেই টাকা নাকি সরানো হয়েছে অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ ক্লেইম বা মৃত্যু সংক্রান্ত তথ্য দিয়ে। তিনি নিজে যেখানে সুস্থ রয়েছেন সেখানে এইভাবে কী করে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরানো যেতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পল্লবী।
প্রশ্ন উঠছে এই ব্যাপারে ব্যাঙ্কের ভূমিকা নিয়েও। ব্যাঙ্কের তরফে কোনও সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন পল্লবী। তিনি স্থানীয় থানায় ঘটনাটি নিয়ে অভিযোগ দায়ের করেছেন। এ সংক্রান্ত কাগজপত্রও দেখান তিনি। থানার তরফে আশ্বাস পেয়ে তিনি আশা করছেন খুব তাড়াতাড়ি তাঁর উধাও হওয়া অর্থের খোঁজ পাওয়া যাবে।
আরও পড়ুন: নাচতে হবে, করণ জোহরকে ‘না’ শাশ্বতর
তবে ব্যাঙ্কের ব্যবহারে ক্ষুব্ধ পল্লবী। তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই জালিয়াতির ঘটনা যেন অন্য কারও সঙ্গে না ঘটে তাই তিনি সকলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।