প্রচার ছাড়াই চতুর্থ সপ্তাহে, খুশি টিম ‘তরঙ্গ’
কলকাতা: কোনওরকম প্রচার ছাড়াই টানা চতুর্থ সপ্তাহে প্রবেশ করল পলাশ দে পরিচালিত ছবি ‘তরঙ্গ’। ছবির মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার, রণজয় বিষ্ণু ও বাদশা মৈত্র। গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে দর্শকের মুখোমুখি হয়েছিলেন পলাশ ও ছবির সুরকার দেবজ্যোতি মিশ্র।
“মুক্তির তিনদিন আগে জানতে পারি যে প্রেক্ষাগৃহে আসছে ‘তরঙ্গ’,” রেডিওবাংলানেট-কে জানালেন পলাশ। “আমি তখন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পোস্ট করি। সোহিনী, রণজয়, দেবজ্যোতিদা এবং অন্যান্য কলাকুশলীরাও পোস্ট করে। তাই দিয়ে কিছুটা প্রচার হয়। তার আগে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘তরঙ্গ’ দেখানো হয়েছিল।”
মুক্তির সাতদিনের মধ্যেই ছবিটি উঠে যাবে ভেবেছিলেন পলাশ। “মুক্তির দিন দুয়েক পর থেকে লোকমুখে ছবিটির প্রচার হতে শুরু করে। সপ্তাহের মাঝে, দুপুরবেলার শো-তেও প্রেক্ষাগৃহের ৮০-৯০ শতাংশ আসন ভর্তি থাকছে। নন্দনের বক্স অফিসের কর্মীরাও বলছিলেন, এরকম সাধারণত হয় না,” বললেন পরিচালক।
আরও পড়ুন: অতনুর ছবিতে খিটখিটে, হতাশাগ্রস্ত ‘বাল্মীকি’ প্রসেনজিৎ
খুশি দেবজ্যোতিও। সঙ্গীত পরিচালনা ছাড়া ছবিতে গানও গেয়েছেন তিনি। “পলাশের কবিতার আমি খুব ভক্ত। নিজে গান গাওয়ার ক্ষেত্রে আমি সবসময় ‘না’ বলে এসেছি। প্রায় জোর করেই এই ছবিতে আমাকে দিয়ে ওর লেখা ‘ভালো লাইগছে না’ গাওয়ায়। গানটি রেকর্ড করার আগে আমার নিজের ওপর খুব বিশ্বাস ছিল, এমন নয়। তবে সেটা একটি টেকেই ওকে হয়ে যায় যা বেশিরভাগ গানের ক্ষেত্রেই হয় না,” বললেন দেবজ্যোতি।
‘তরঙ্গ’-এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পলাশ। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন অমর দত্ত, শিল্প নির্দেশনায় তপন কুমার শেঠ। ছবিটি সম্পাদনা করেছেন প্রণয় দাশগুপ্ত।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী