হরর-কমেডি ছবিতে কৃতি শ্যানন
RBN Web Desk: বাজিমাত করছে হরর-কমেডিই। অন্তত বর্তমান ট্রেন্ড সেরকমই বলছে। এ বছরের অন্যতম সফল ছবিগুলির মধ্যে বেশিরভাগই এই ঘরানার, যার মধ্যে রয়েছে অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ (Stree 2)। শোনা যাচ্ছে, এবার একটি হরর-কমেডি ছবিতে অভিনয় করতে চলেছেন কৃতি শ্যানন (Kriti Sanon)।
সূত্রের খবর, পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কৃতি। তবে ছবিটি পরিচালনা করবেন না আনন্দ। অন্যতম নির্মাতা হিসেবে থাকছেন তিনি। আনন্দের সঙ্গে বেশ কয়েকটি ছবি নিয়ে কথা বলেছেন কৃতি। সেগুলির মধ্যে হরর-কমেডি নিয়েই বেশি আগ্রহী তিনি।
আরও পড়ুন: নস্টালজিয়া ছাড়া আর কোনও প্রাপ্তি নেই
এদিকে ধনুষের বিপরীতে ‘তেরে ইশক মে’ ছবিতেও কৃতীর অভিনয় করার কথা। সেই ছবির কাজ শেষ করে হরর-কমেডির শুটিং শুরু করবেন নায়িকা। আপাতত সেই ছবির নাম রাখা হয়েছে ‘নয়ি নভেলি’।