রুপালি জগতের অন্ধকার দিক নিয়ে নতুন ওয়েব সিরিজ়
RBN Web Desk: ইদানিংকালে বাঙালি দর্শকের অন্যতম পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে থ্রিলার। বেশিরভাগ নতুন ছবি বা সিরিজ় সেই কারণে থ্রিলার ঘরানাতেই হয়ে চলেছে কারণ, নির্মাতারা জানেন, দর্শক এরক কাহিনি থেকে মুখ ফেরাবেন না। বহুল চর্চিত এই ধারাতেই এবার আসছে অয়ন দে পরিচালিত নতুন ওয়েব সিরিজ় ‘প্রহেলিকা’।
কী নিয়ে ‘প্রহেলিকা’?
এই সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্র হৃষিকেশ চ্যাটার্জি এক বিখ্যাত চিত্রতারকা। হৃষিকেশের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর এক তার সঙ্গে পায়েল সেনগুপ্তের আলাপ হয়। পায়েল এক নামজাদা রেস্তোরাঁর মুখপাত্র। দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং একসময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তৃতীয় বিবাহবার্ষিকীর দিন আকস্মিক মৃত্যু হয় হৃষিকেশের। প্রাথমিক অনুসন্ধানের পর তদন্তকারী অফিসার জানান, হৃষিকেশকে খুন করা হয়েছে। কীভাবে খুন হলো হৃষিকেশ? কেনই বা তাকে খুন করা হলো। এসব নিয়েই এগোবে ‘প্রহেলিকা’র কাহিনি।
আরও পড়ুন: ভূতের কেত্তনে আরিয়ান, খরাজ, মানসী, কাঞ্চন
সিরিজ়ের তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee) ও উপাসনা ঘোড়ুই। বুদ্ধদেব ভট্টাচার্যকেও দেখা যাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে।
‘প্রহেলিকা’ সম্পর্কে বলতে গিয়ে অয়ন জানালেন, “থ্রিলার আঙ্গিকে তৈরি এই সিরিজ়ের অন্যতম আকর্ষণ হলো এর আবহ। আশা করি দর্শকদের সিরিজ়টি ভালো লাগবে।’