৩১ বছর পর বাংলা ছবিতে কানওয়ালজিৎ
RBN Web Desk: তিন দশকেরও বেশি সময় পর আবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন পাঞ্জাবি অভিনেতা কানওয়ালজিৎ সিং। এবার তাঁকে দেখা যাবে পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘মাস্টার অংশুমান’-এর এক গুরুত্বপূর্ণ চরিত্রে। এর আগে ১৯৯০ সালে চন্দ্র বারোত পরিচালিত বাংলা ছবি ‘আশ্রিতা’য় অভিনয় করেছিলেন তিনি। সত্তরের দশক থেকে হিন্দি ইন্ডাস্ট্রিতে একইসঙ্গে ছবি ও টেলিভিশনের নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে দর্শকের মন জয় করে এসেছেন কানওয়ালজিৎ।
সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে সাগ্নিকের ছবিতে কোন চরিত্রে অভিনয় করবেন কানোয়ালজিৎ? উত্তরে সাগ্নিক রেডিওবংলানেট-কে জানালেন, “মিঃ লোহিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে। চরিত্রটি একজন পাঞ্জাবির। সেই চরিত্রে কানওয়ালজিৎ খুব ভালো মানিয়ে যাবেন বলে আমার মনে হয়েছে।”
আরও পড়ুন: বিনোদনের আড়ালে কি কৃষকদের জাগরণের কাহিনী?
মূল গল্পে লোহিয়ার বাড়ি রাজস্থানের আজমেরে হলেও, ছবিতে তাঁকে দার্জিলিংয়ের এক ব্যবসায়ী হিসেবে দেখানো হবে। লোহিয়া বাংলাভাষা বুঝলেও, সেভাবে বলতে পারেন না। তাই কানওয়ালজিৎকে দিয়ে বাংলা বলানোর তেমন প্রয়োজন পড়বে না বলে জানালেন সাগ্নিক।
ছবিতে অংশুমানের চরিত্রে অভিনয় করবেন সামন্ত্যক দ্যুতি মৈত্র, কৃষ্ণণের চরিত্রে থাকবেন সৌম্য মুখোপাধ্যায়, জগ্গু বা জগন্নাথের ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত। ছবির একমাত্র নারীচরিত্রে থাকবেন প্রিয়াঙ্কা ত্রিবেদী, পরিচালক সুশীল মল্লিকের ভূমিকায় রয়েছেন সুপ্রিয় দত্ত। চঞ্চল ঘোষকে দেখা যাবে বিশুদার চরিত্রে।
মার্চ থেকে দার্জিলিংয়ে শুরু হবে ‘মাস্টার অংশুমান’-এর শুটিং।