সেরা ছবি ‘পথের পাঁচালী’
RBN Web Desk: ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকসের (ফিপ্রেস্কি) ভারতীয় বিভাগের সমীক্ষায় দেশে চলচ্চিত্রের ইতিহাসে এখনও পর্যন্ত সেরা ছবি বলে চিহ্নিত হয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। সেরা দশটি ছবির মধ্যে প্রথম তিনটিই বাংলা। ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ এবং মৃণাল সেনের ‘ভূবন সোম’ রয়েছে যথাক্রমে দুই ও তিন নম্বরে।
সেরা ছবির তালিকায় রয়েছে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালম ছবি ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১)। চতুর্থ স্থানে জায়গা করে নিয়ছে এই ছবি। এরপরেই তালিকায় রয়েছে গিরীশ কাসারাভল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭)। ষষ্ঠ স্থানে রয়েছে এমএস সথ্যুর ‘গরম হাওয়া’ (১৯৭৩)।
আরও পড়ুন: প্রথমবার এক ফ্রেমে প্রিয়াঙ্কা, দিব্যজ্যোতি
১৯৫৫ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাসকে ছবির পর্দায় নিয়ে আসেন সত্যজিৎ। সেরা দশের তলিকায় রয়েছে সত্যজিৎ পরিচালিত ‘চারুলতা’ও।
ছবি: য়ানুস ফিল্মস