‘ব্রুট্টা’য় উঠে আসবে সামাজিক অবক্ষয়ের ছবি
RBN Web Desk: শৈশবের স্মৃতি মধুর হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু সবসময় তা হয়ে ওঠে না। যেসব অবক্ষয়ী ঘটনার কথা বারবার খবরের পাতায় উঠে আসে, তা শুধু আর নারীদের মধ্যে আটকে নেই। পুরুষরাও সমান তালে এর শিকার। তাঁর স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ব্রুট্টা’য় পরিচালক বাবাই সেন এই সামাজিক অবক্ষয়ের ছবিটাই তুলে ধরতে চলেছেন।
ছেলেবেলায় তার শিক্ষকের হাতে যৌন নিগ্রহের শিকার হয় অভিরূপ। তারপর থেকে অভিরূপের জীবনের নানা ঘাত প্রতিঘাত নিয়ে এগোতে থাকবে ‘ব্রুট্টা’র গল্প। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে এক মনস্তত্ববিদের ভূমিকায় দেখা যাবে এই ছবিতে। অভিরূপের চরিত্রে থাকছেন ববিন সেন।
আরও পড়ুন: বাঙালি পরিচালকের হিন্দী ছবিতে দিতিপ্রিয়া
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন মনোজ রায় ও চিরন্তন বন্দ্যোপাধ্যায়। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন মনিরুল ইসলাম।