আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে অভিনেত্রী
RBN Web Desk: আত্মহত্যার চেষ্টা করে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হলেন কন্নড় ছবির অভিনেত্রী বিজয়লক্ষ্মী। গতকাল রাতে সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি জানান যে এক সহঅভিনেতা ও রাজনৈতিক দলের নেতার হাতে হেনস্থা হওয়ার পরেই তাঁকে এই পথ বেছে নিতে হয়েছে।
ভিডিওতে বিজয়লক্ষ্মী দাবি করেন গত কয়েক মাস ধরে তামিল ছবির অভিনেতা-পরিচালক সেন্তামিজ়ান সীমান ও তাঁর লোকদের জন্য তিনি সাংঘাতিক মানসিক চাপের মধ্যে রয়েছেন। তিনি তাঁর মা ও বোনের জন্য সব কিছু সহ্য করে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন। সম্প্রতি সেই হেনস্থা আরও বাড়তে থাকে। ভিডিওটি পোস্ট করার সময় বিজয়লক্ষ্মী জানান যে তিনি ইতিমধ্যেই কয়েকটা প্রেশারের ট্যাবলেট খেয়ে ফেলেছেন। তাই ধীরে-ধীরে তাঁর রক্তচাপ কমে যাবে ও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যাবেন। তিনি তাঁর অনুগামীদের উদ্দেশ্যে বলেন, যাঁর জন্য আজ তাঁর এই অবস্থা, সে যেন কোনওভাবেই ছাড়া না পায়।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
বিজয়লক্ষ্মী ভিডিওটি পোস্ট করার সঙ্গে-সঙ্গে তাঁর বোন ঊষা অভিনেত্রীর বাড়িতে ছুটে যান। অভিনেত্রী গায়ত্রী রঘুরামের সাহায্যে তাঁরা বিজয়লক্ষ্মীকে চেন্নাইয়ের এক বেসকরকারী হাসপাতালে ভর্তি করেন।
গায়ত্রী পরে ট্যুইট করে জানান যে বিজয়লক্ষ্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল। অনেকদিন ধরেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় নানারকমভাবে হেনস্থা করা হচ্ছিল। ব্যক্তিগত জীবনেও বিজয়লক্ষ্মী বিশ্বাসঘাতকতার শিকার। সেই জন্যই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, অভিযোগ করেন গায়ত্রী।