কাঠমাণ্ডু যাত্রা কবে? ইঙ্গিত দিলেন টোটা
RBN Web Desk: গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের সিরিজ় ‘ফেলুদা ফেরত’। সত্যজিৎ রায়ের কাহিনী ‘ছিন্নমস্তার অভিশাপ’-এ গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদার ভূমিকায় অভিনয় করেন টোটা রায়চৌধুরী। তপেশের ভূমিকায় ছিলেন কল্পন মিত্র ও জটায়ুর চরিত্রে অভিনয় করেন অনির্বাণ চক্রবর্তী।
‘ফেলুদা ফেরত’-এর পরবর্তী সিজ়নে থাকছে ‘যত কান্ড কাঠমাণ্ডুতে’। এই সিরিজ়ে ধুরন্ধর অপরাধী মগনলাল মেঘরাজের ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। তাই সব মিলিয়ে দর্শকদের উত্তেজনার পারদ শুরু থেকে বেড়েই রয়েছে।
আরও পড়ুন: বাড়ির বাইরে শুটিং নয়, নির্দেশ ফোরামের
অতিমারীর দ্বিতীয় ঢেউ এসে পড়ায় পূর্ব পরিকল্পনামতো মে মাসে মুক্তি পায়নি দ্বিতীয় সিজ়ন। এই দীর্ঘ অপেক্ষায় বহু দর্শক সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ আবার সৃজিত অথবা টোটাকে ট্যাগ করে জানতে চেয়েছেন কবে মুক্তি পাবে আগামী সিজ়ন।
অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টোটা। কিছুদিন আগে এক টুইটে তিনি লেখেন, অনেকেই ‘যত কান্ড কাঠমান্ডুতে’ দেখার অপেক্ষায় রয়েছেন। আশা করা যায় ডিসেম্বরে সিরিজ়টি সকলে দেখতে পাবেন। তিনি নিজেও এখনও দ্বিতীয় সিজ়নটি সম্পূর্ণ দেখেননি বলে জানিয়েছেন। দর্শকদের তাই আর একটু ধৈর্য ধরতে অনুরোধ করেছেন তিনি। এর সঙ্গে আগের সিজ়নের একটি ছবিও পোস্ট করেছেন টোটা।
অনেকেই জিজ্ঞাসা করছ যে 'যত কান্ড কাঠমান্ডুতে' কবে সম্প্রচারিত হবে। আশা করা যায় যে এবছরের ডিসেম্বর মাসে আমরা দেখতে পাব। হ্যাঁ, আমিও দেখিনি! ততদিন অনুরোধ করব, একটু ধৈর্য্য ধরতে। 'ছিন্নমস্তার অভিশাপ' থেকে একটি স্থিরচিত্র শেয়ার করলাম।@srijitspeaketh @addatimes pic.twitter.com/GNDT9HTOHk
— Tota Roy Choudhury (@tota_rc) June 5, 2021
ছবি: গার্গী মজুমদার