নতুন চরিত্র নিয়ে আসছে ‘চরিত্রহীন ২’
কলকাতা: ফিরছে কিরণময়ী, সাবিত্রী ও সতীশ। প্রথম সিজ়নের সাফল্যের পর পরিচালক দেবালয় ভট্টাচার্য এবার নিয়ে আসছেন ‘চরিত্রহীন’ সিরিজ়ের পরবর্তী সিজ়ন ‘চরিত্রহীন ২’। গত বছর ২৯ সেপ্টেম্বর প্রথম সম্প্রচারের পর থেকে দর্শক মহলে প্রশংসিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল কাহিনী অবলম্বনে সমকালীন প্রেক্ষাপটে এই সিরিজ়।
প্রথম সিজ়নের জনপ্রিয়তাই নতুন সিজ়ন করার মূল কারণ বলে জানালেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। গতকাল শহরে হয়ে গেল ‘চরিত্রহীন ২’-এর টিজ়ার প্রকাশ। দেবলায় ছাড়াও উপস্থিত ছিলেন এই সিরিজ়ের মুখ্য শিল্পী নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, শ্বেতা ভট্টাচার্য ও সৌরভ চক্রবর্তী।
দেবালয় জানালেন, “আগের চরিত্রগুলোর সঙ্গে এই সিজ়নে কয়েকটি নতুন চরিত্র যোগ করা হয়েছ। অভয় ও নিরুপমার চরিত্রে দেখা যাবে সৌরভ চক্রবর্তী ও মুমতাজকে।”
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
কাহিনীর অন্যতম কেন্দ্রীয় চরিত্র সতীশ (সৌরভ দাস) এই সিজ়নের অনেকটা অংশেই কোমায় আচ্ছন্ন থাকবেন। সেই প্রসঙ্গে তিনি রেডিওবাংলানেট-কে জানালেন, “খুব কম সময়ের মধ্যে শ্যুটিং করেছি আমরা। তাই এক-দেড় সপ্তাহের মধ্যে ওই কোমার ফেজ়ে ঢুকতে হয়েছিল। তবে যেহেতু সতীশের চরিত্র আমি এতদিন ধরে করছি, তাই এখন আর অসুবিধা হয় না। শ্যুটিং শুরু হলে নিজেকে ওই জায়গায় ভেবে নিতে পারি। আর এখন তো সতীশকে আমি চিনে গেছি। কোন অবস্থায় ও কি করতে পারে সেটা জানি। আজ অবধি যতগুলো চরিত্র করেছি সতীশের চরিত্রটা তাদের মধ্যে সবচেয়ে কঠিন। এই কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি।”
এই সিজ়নে যেহেতু সতীশকে বেশ অনেকটা অংশে ক্রাচ হাতে দেখা যাবে, তাই সেটে তিনি সেভাবেই হাঁটাচলা করতেন বলে জানালেন সৌরভ দাস।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন মুমতাজ। নিরুপমার চরিত্র শুরু থেকেই খুব চ্যালেঞ্জিং ছিল বলে মনে করেন তিনি। সেই প্রসঙ্গে জানালেন, “প্রথমবার ওয়েব মাধ্যমে অভিনয় করলাম, আর সেটাও ‘চরিত্রহীন’-এর মত গল্পে। তাই খুব এক্সাইটেড ছিলাম। চরিত্রটা খুব গভীর আর এতটাই কঠিন ছিল যে সেটা ফুটিয়ে তুলতে গিয়ে কালঘাম ছুটে গেছে। তবে কাজটা করতে পেরে খুব ভালো লাগছে এটাও সত্যি। দেবালয়দা মাঝে মাঝে শট ঠিকঠাক হলে কিছুই বলত না। সেটা প্রথমে বুঝতাম না বলে আরও টেনশন হত।”
ছবি: প্রতিবেদক