হেমা মালিনীর চিকিৎসা করবেন ধর্মেন্দ্র, ছবি মানিকদার
RBN Web Desk: ছবির নাম ‘হেমামালিনী’ (Hema Malini)। তবে এ কোনও বায়োপিক নয় বা জীবনীভিত্তিক গল্পও নয়। পরিচালক পারমিতা মুন্সীর (Paramita Munsi) এই ছবিতে থাকবেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee), চৈতি ঘোষাল (Chaiti Ghoshal), রোশনি দত্ত, দেবলীনা দত্ত (Debleena Dutt), কাঞ্চনা মৈত্র, পাপিয়া অধিকারী, পাপিয়া রাও, ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) ও মুম্বাই প্রবাসী অভিনেত্রী পিয়ালী মুন্সী (Piyali Munsi)।
হেমা মালিনী এই ছবিতে কোনও চরিত্র নয়। বরং এক ধারণার নাম। রাহুল এই ছবিতে রয়েছেন এক পরিচালকের ভূমিকায়, যার নাম মানিকদা। অন্যদিকে হোমিওপ্যাথ ডাক্তার ধর্মেন্দ্রর চরিত্রে থাকবেন চিরঞ্জিত। এক মহিলা যিনি হেমা মালিনী সিন্ড্রোমে আক্রান্ত তার চিকিৎসা করবেন ধর্মেন্দ্র। বয়স্ক এই মহিলা নিজেকে হেমা মালিনী মনে করেন। এমনকী হ্যালুসিনেট করেন সারাদিন। অনেক ডাক্তার দেখিয়েও কোনও ফল হয়নি। তবে এই ডাক্তারের ওপর তার বিশ্বাস আছে যেহেতু তার নাম ধর্মেন্দ্র।
আরও পড়ুন: বড়পর্দায় সুকুমার সেনের জীবনী
অন্যদিকে মানিক একটি ছবি তৈরি করছে হেমা মালিনী নামে। সে এক কনফিউজ়ড পরিচালক যে নিজের কেরিয়ারের বিষয়ে জানতে জ্যোতিষী রোশনির কাছে যায়। হেমা মালিনী আর ধর্মেন্দ্রর সঙ্গেই সমান্তরাল পথে এগিয়ে চলে যাবে পরিচালক-জ্যোতিষীর সম্পর্ক।
পারমিতা
পরিচালক জানালেন, “এই গল্পের সব চরিত্রই আমার চেনা। তাই নিজেকেও চরিত্র বানিয়ে ফেলেছি। পরিচালক মানিক মুখার্জির চরিত্রের জন্য আমার এমন একজনকে দরকার ছিল যার চোখ আজও পাল্টে দেওয়ার স্বপ্ন দেখে। সেই চোখ আমি রাহুলের মধ্যে পেয়েছি। ওর সঙ্গে এটা আমার প্রথম কাজ।”
আরও পড়ুন: হরর-কমেডিতে সঞ্জয় দত্ত
আসলে এই গল্প মানিক মুখার্জি ও ধর্মেন্দ্র ডাক্তারের। সম্পূর্ণ আলাদা দুই প্রেক্ষাপটে থেকেও দুজনের জীবনের অন্বেষণ কোথাও যেন মিলে যায়, জানালেন পারমিতা।
ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পারমিতা নিজে। চিত্রগ্রহণের দায়িত্বে থাকবেন জয়দীপ বোস। সম্পাদনায় থাকবেন অমিত রায়। সঙ্গীত পরিচালনা করেছেন মেঘ বন্দ্যোপাধ্যায়।
এই বছরেই মুক্তি পাবে ‘হেমামালিনী’।