সৌমিত্রদা ও চিত্রনাট্য, এই দুই কারণেই শৈবালের ছবিতে অভিনয় করছি: নাসিরুদ্দিন

কলকাতা: এই প্রথম কোনও ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন দেশের বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ। পরিচালক শৈবাল মিত্রর ছবি ‘দেবতার গ্রাস’-এর মুখ্য দুই চরিত্রে থাকছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কার জয়ী এই দুই শিল্পী। মার্কিন নাট্যকার রবার্ট লি ও জেরোম লরেন্সের মূল নাটক ‘ইনহেরিট দ্য উইন্ড’ অবলম্বনে এই ছবি পরিচালনা করছেন শৈবাল।

সম্প্রতি শহরে দুই অভিনেতাকে নিয়ে এই ছবির এক প্রস্থ শ্যুটিং হয়ে গেল। কলকাতা ছাড়া জেলাতেও ক্যানবন্দী করা হবে ‘দেবতার গ্রাস’ ।

সংবাদমাধ্যমকে শৈবাল জানালেন, “এই ছবি করতে গিয়ে অনেক কিছু শিখছি। ‘দেবতার গ্রাস’ একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে।” অসহিষ্ণুতা, হিংসা ও সাম্প্রদায়িকতার ওপর তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই ছবির কাহিনী লিখেছেন শৈবাল।

বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ

‘দেবতার গ্রাস’-এ অভিনয় প্রসঙ্গে নাসিরুদ্দিন জানালেন, “সৌমিত্রদা ও চিত্রনাট্য, এই দুটো কারণেই আমি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছি। ছবির সংলাপে আমারই ভাবনাচিন্তার প্রতিফলন দেখতে পাচ্ছি।”

ছবির কাহিনী গড়ে উঠেছে এক ছোট শহর হিল্লোলগঞ্জকে কেন্দ্র করে যেখানে বেশিরভাগ খ্রিষ্টান ও আদিবাসীদের বাস। এই এলাকায় কলেজে পড়াতে আসেন বিজ্ঞানের প্রফেসর কুণাল জোসেফ। কিন্তু কলেজের নিয়মমাফিক, ডারউইনের তত্ত্ব পড়াবার আগে বাইবেলের জনন অধ্যায়টি পড়াতে অস্বীকার করেন তিনি। এর ফলে কুণালকে কলেজ কর্তৃপক্ষের বিরাগভাজন হতে হয়। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন কুণাল। স্থানীয় চার্চের পাদ্রী রবার্ট হেমচন্দ্র মাল কুণালের এই ব্যবহারে বিরক্ত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তার বিরুদ্ধে উস্কে দেন। কুণালকে কলেজ থেকে সাসপেন্ড করা হয় এবং এই ঘটনার জেরে পুলিশ তাকে গ্রেফতার করে। রটিয়ে দেওয়া হয় হিন্দু বলেই কুণাল বাইবেল পড়াতে অস্বীকার করেছেন।

যে জন থাকে মাঝখানে

এদিকে সামনে পঞ্চায়েত নির্বাচন থাকায় কুণালকে কয়েক মাস জেলেই কাটাতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় সারা দেশ। অবশেষে দুই নামী আইনজীবী আসেন মামলা লড়তে। স্পর্শকাতর বিষয় নিয়ে এই মামলার ফলাফল কি হবে তাই নিয়েই ‘দেবতার গ্রাস’।

এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন, পার্থপ্রতিম মজুমদার, শুভ্রজিত দত্ত, শ্রমণ চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও অমৃতা চট্টোপাধ্যায়। ছবিতে সঙ্গীতের দায়িত্বে থাকছেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *