আমি খুব বেরসিক: অনির্বাণ চক্রবর্তী
RBN Web Desk: একেনবাবুর ভূমিকায় বেশ কয়েকবছর ধরে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও, বাস্তব জীবনে তিনি একেবারেই একেনের মতো নন, বরং তার থেকেও সাধারণ বলে দাবি করলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty)। দার্জিলিং ও রাজস্থানের পর এবার দলবল নিয়ে একেন পাড়ি দিতে চলেছে জগন্নাথধামে, গন্তব্য পুরী।
জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee) পরিচালনায় ‘একেনবাবু’ সিরিজ়ের অষ্টম সিজ়ন ‘পুরো পুরী একেন’ (Puro Puri Eken) আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। এবারের কাহিনি এক নৃত্যশিল্পীর মৃত্যুকে কেন্দ্র করে। অভিনয়ে বরাবরের মতোই নামভূমিকায় থাকছেন অনির্বাণ। এছাড়াও রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhay), সোমক ঘোষ (Somak Ghosh), রাজনন্দিনী পাল (Rajnandini Paul), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee), বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty) ও পদ্মনাভ দাশগুপ্ত (Padmanabha Dasgupta)। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিরিজ়ের অভিনেতারা। সংবাদমাধ্যমের সামনে ট্রেলারের প্রিভিউও দেখানো হলে। কিছুদিনের মধ্যেই ট্রেলারটি মুক্তি পাবে।
আরও পড়ুন: অভিনব উদ্যোগ, রাজ কপূর স্মরণে সার্কাসের তাঁবুতে ‘সিনেমার সমাবর্তন’
“একেনে ফেরা সবসময়ই বাড়ি ফেরার মতো,” বললেন অনির্বাণ। “এত ভালোবাসা পেয়েছি এই চরিত্রটা করে, ছোটদের, বড়দের সকলের। সকলেই এই চরিত্রটাকে ভালোবাসে। একেনের চরিত্র আমাকে পরিচিতি দিয়েছে অনেকটা বড় পরিধিতে। তাই যাই হোক না কেন একেনবাবু আমার কাছে চিরকাল আলাদারকমের স্পেশাল হয়ে থাকবে।”
তবে পুরীতে শুটিং করতে গিয়ে সেখানকার ভাষা বা খাবার কোনওকিছু নিয়েই তেমন আগ্রহ দেখাননি বলে জানালেন অনির্বাণ। “আসলে এত টাইট শিডিউলে শুটিং হয় যে নিজের শরীরের খেয়ালও রাখতে হয়। তাই ভুলভাল খাওয়া বা শরীরের ওপর অত্যাচার খুব একটা করা যায় না। শুটিংয়ের বাইরে কিছুই করার সুযোগ বা সময় থাকে না। তারপর ফিরে এসে অন্য প্রজেক্টের কাজও তো থাকে। তাছাড়া ব্যক্তিগত জীবনে আমি খুব বেরসিক মানুষ। আমাকে যদি তিরিশ দিন ধরে একই খাবার দেওয়া হয়, আমি বিনা প্রতিবাদে খেয়ে নেব,” বললেন অনির্বাণ।
অর্থাৎ তাঁর করা দুই বিখ্যাত চরিত্র একেন এবং জটায়ু কারও সঙ্গেই কোনও মিল নেই অনির্বাণের।
টিম ‘পুরো পুরী একেন’
সিরিজ় প্রসঙ্গে সোমক বললেন, “আমি তো অভিনয়ে এদের সকলের থেকেই নতুন বলা যায়। আর অনির্বাণদা কাজের জায়গায় আমাদের থেকে অনেকটাই সিনিয়র। তবু যেভাবে আমাদের সকলের সঙ্গে সারাক্ষণ মিশে যায় সেটা দেখার মতো। পুরী আমাকে নানা কারণে প্রায়ই যেতে হয়। কিন্তু শুট করতে যাওয়া মানে অন্যরকম একটা ব্যাপার। জয়দীপদার সেটে সবসময়ই খুব মজা করে কাজ হয়।”
আরও পড়ুন: মুম্বইও কি “ঘটিয়া”? প্রথম ছবি মুক্তির আগেই পাততাড়ি গোটালেন অনুরাগ কশ্যপ
সোমকের কথা কেড়ে নিয়েই সুহোত্র বললেন, “জয়দীপদা আসলে নিজেই একজন একেনবাবু। তাই সেটে সারাক্ষণ এত মজা হয় যে ভাবা যায় না। তার সঙ্গে অনির্বাণদা, আমরা মিলে এমন সব কাণ্ড হয় যেগুলো সকলের সামনে বলার মতোও নয়। আমি প্রায় ১৫-২০ বছর পর পুরী গেলাম। আমার কাছে পুরীর কোনও ধারণাই সেভাবে ছিল না। কিন্তু কাজ করতে গিয়ে এত মজা করেছি, এত আড্ডা হয়েছে সেগুলো সব স্মৃতি হয়ে থাকবে।”
২৩ জানুয়ারি হইচইয়ে মুক্তি পেতে চলেছে ‘পুরোপুরি একেন’।