৫০ দিনে ‘ভিঞ্চিদা’, কাটা হল কেক
কলকাতা: মুক্তির পর ৫০ দিন অতিক্রম করল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ভিঞ্চিদা’। এই উপলক্ষ্যে শহরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিত সহ ছবির শিল্পী ও কলাকুশলিরা। কাটা হল কেক, উঠল প্রচুর সেল্ফিও।
এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। মূল গল্পও তাঁরই। সংবাদমাধ্যমকে রুদ্রনীল বললেন, “দর্শকের সঙ্গে বাংলা ছবির বন্ধুত্ব বাড়ছে। আর তাই শুধু সাংসারিক প্রেমের গল্প নয়, দর্শক ভালোবাসছেন সমাজের চারপাশে ঘটে যাওয়া, রক্ত গরম করা বাস্তব গল্পকে। আমাদের সমাজ গল্পের আড়ত, আর সেখান থেকে গল্প নিয়েই আমাদের ছবি হয়। ‘ভিঞ্চিদা’ শুধু আমাদের নয়, দর্শকদেরও উৎসব।”
এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। প্রেক্ষাগৃহে ‘ভিঞ্চিদা’র পাশাপাশি কৌশিক গাঙ্গুলীর ‘জ্যেষ্ঠপুত্র’র পোস্টার। সেই ছবিও মন ভরাচ্ছে দর্শকের। ঋত্বিক বললেন, “বছরের শুরু থেকে মানুষ এভাবেই ভালো ছবি দেখে চলেছেন আর আগামীতেও সেই সংখ্যাটা বাড়বে। মানুষ ভালো কনটেন্ট কে সাধুবাদ জানাচ্ছেন। ছবিতে প্রচুর স্টার আছে কিনা বা ঢাকঢোল পিটিয়ে প্রচার হচ্ছে কিনা, সে সবের তোয়াক্কা না করে, শুধুমাত্র বিষয় ভাবনার জন্যই আজ এত মানুষ হলমুখী।”
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
জীবনে প্রথমবার কোনও পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করলেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর দাবী, “‘ভিঞ্চিদা’কে অনেক কঠিন লড়াই করতে হয়েছে। এ ছবি মুক্তির সময় রাজ্য-রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগত এমনকি খেলার দুনিয়া, সর্বত্রই অনেক কিছু ঘটছিল। সেই সবকিছু ডিঙিয়ে মানুষ এই ছবি দেখেছেন এটাই আনন্দের।” তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে অনেকগুলো মিম তৈরি হয়েছে। সেটাও বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা তাঁর কাছে, বললেন ‘ভিঞ্চিদা’র ‘বিজয় পোদ্দার’।
সৃজিতের দাবী, “২০১৯-এ প্রথম পাঁচ মাসে বেশ কয়েকটা ভালো ছবি পেলাম আমরা। ‘নগরকীর্তন’, ‘মুখার্জিদার বউ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘জ্যেষ্ঠপুত্র’, ‘ভিঞ্চিদা’ সবকটা ছবিই মানুষের ভালো লেগেছে। আশা করছি বাকি বছরটাও ভালো যাবে।”
১২ এপ্রিল মুক্তি পায় ‘ভিঞ্চিদা’।
ছবি: প্রতিবেদক