অজিতের চরিত্রে আমার তেমন কিছুই করার ছিল না: সুব্রত
কলকাতা: অজিত হিসেবে তাঁর তেমন কিছুই করার ছিল না, তাই ব্যোমকেশ ওয়েব সিরিজ়ে আর ওই চরিত্রে অভিনয় করছেন না তিনি, এমনটাই জানালেন অভিনেতা সুব্রত দত্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ‘সত্যান্বেষী’, ‘পথের কাঁটা’, ‘মাকড়সার রস’, ‘অর্থমনর্থম’, ‘রক্তের দাগ’ ও ‘সাজারুর কাঁটা’য় ব্যোমকেশের বন্ধু অজিতের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত। এই সিরিজ়ে ব্যোমকেশের ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।
গতকাল শহরে এক অনুষ্ঠানে রেডিওবাংলানেট-কে সুব্রত জানালেন, “অজিতের ভূমিকায় চার-পাঁচটার বেশি এক্সপ্রেশন কোনওদিনই দরকার পড়েনি, সেটা অবশ্যই চিত্রনাট্যের দাবীতে। এই চরিত্রটায় অভিনয় করে দেখানোর কোনও সুযোগ ছিল না। তাছাড়া ব্যোমকেশের কাজটা দু-তিন মাস বাদ দিয়ে হত। তখন আমি মুম্বইতে একাধিক ছবি এবং ওয়েব সিরিজ়ে কাজ করছিলাম। ব্যোমকেশ সিরিজ়ে আমার একটা সম্পূর্ণ বাঙালি লুক ছিল, আবার সর্বভারতীয় ক্ষেত্রে একটা অন্যরকম চেহারার প্রয়োজন হচ্ছিল। এই দু’রকম চেহারার ভারসাম্য রাখাটা খুব কঠিন হয়ে গেছিল।”
ক্ষমা চেয়েও একই ভুল, ক্ষোভের মুখে নোবেল
তবে ব্যোমকেশ নিয়ে কোনও ছবিতে অজিতের চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে নিশ্চয়ই করবেন, এমনটাই জানালেন সুব্রত। “ছবির ক্ষেত্রে তো একটানা শ্যুটিং হয়। তাই সেখানে কোনও সমস্যা হয় না,” বললেন তিনি।
গতকাল মুক্তি পেল সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে পরিচালক আশিস রায়ের নতুন ছবি ‘সিতারা’। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুব্রত।
ছবি: সিটি সিনেমা