বিশিষ্ট অভিনেতা ঋষি কাপুর প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা ঋষি কাপুর। দু’বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই শেষে আজ সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুর সময় পাশে ছিলেন স্ত্রী নিতু কাপুর। গতকালই ঋষিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দেশজুড়ে লকডাউনের মধ্যেই ঘটছে একের পর এক নক্ষত্র পতন। গতকাল মুম্বইতে মৃত্যু হয় অভিনেতা ইরফান খানের। আর আজ চলে গেলেন ঋষি।
১৯৫২ সালের 8 মে মুম্বইতে জন্মগ্রহণ করেন অভিনেতা-পরিচালক রাজ কাপুরের পুত্র ঋষি। শিশু অভিনেতারূপে জাতীয় পুরস্কার জিতে নেন রাজ কাপুরের ‘মের নাম জোকার’ ছবিতে। তারপর একে-একে ‘ববি’, ‘খেল খেল মে’, ‘রফু চক্কর’, ‘কভি কভি’, ‘হাম কিসিসে কম নহি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কর্জ়’, ‘প্রেম রোগ’, ‘সাগর’, ‘চাঁদনী’র মতো অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। এমনকি ষাটোর্ধ সময়েও বেশ কিছু সফল ছবিতে কাজ করেছিলেন ঋষি যার মধ্যে ‘লাভ আজকাল’, ‘দো দুনি চার’, ‘পাতিয়ালা হাউস’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘ডি ডে’, ‘কাপুর এন্ড সনস’, ‘102 নট আউট’ অন্যতম।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছিলেন ঋষি। এমনকি শেষের দিকে ‘অগ্নিপথ’ ও ‘কাপুর এন্ড সনস’ এর জন্যেও পুরস্কৃত হয়েছিলেন তিনি।