ক্ষমা চেয়েও একই ভুল, ক্ষোভের মুখে নোবেল
RBN Web Desk: একটি জনপ্রিয় বেসরকারি চ্যানেলের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পরিচিত মুখ মইনুল আহসান নোবেল। বাংলাদেশের এই প্রতিযোগী ইতিমধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় প্রথম দশজনের মধ্যে জায়গা করে নিয়েছেন। কিন্তু সম্প্রতি তাঁকে ঘিরে ক্ষোভে ফুটছে তাঁর দেশের দর্শকদের একাংশ।
গানের এই অনুষ্ঠানটিতে প্রিন্স মাহমুদের কথায় ও সুরে শিল্পী জেমসের গাওয়া ‘বাবা’ গানটি গেয়ে বেশ প্রশংসা অর্জন করেন নোবেল। কিন্তু গানটি পরিবেশনের সময় মাহমুদের নাম উল্লেখ করেননি তিনি। এ কারণে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে। পরবর্তীকালে ক্ষমা চেয়ে নিলেও একই ভুল বারংবার করতে থাকেন।
একই অনুষ্ঠানের পরবর্তী দুটি পর্যায় পুনরায় মাহমুদের কথায় ও সুরে ‘মা’ এবং ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গান দুটি গেয়েছেন নোবেল। ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গাওয়ার সময় গানটিকে তিনি আর্ক ব্যান্ডের বলে উল্লেখ করেন। কিন্তু এবারেও গীতিকার ও সুরকার হিসেবে মাহমুদকে যথাযথ সম্মান জানাননি তিনি। একবারও নেননি গানের সৃষ্টিকর্তার নাম।
৩৭ বছর পর ফের সাংবাদিক গৌতম ঘোষ, মুক্তি পেল ছবির ট্রেলার
নোবেলের এইরূপ আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন মাহমুদ। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, “দুঃখিত, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ আর্ক ব্যান্ডের গান না। এটা ১৯৯৮ সালে রিলিজ় হওয়া আমার কথা ও সুরে মিক্সড অ্যালবাম ‘শেষ দেখা’তে প্রথম প্রকাশিত হয়।’
একই ভুলের পুনরাবৃত্তির কারণে নোবেলের বিরুদ্ধে ক্ষোভে ফুটছেন বাংলাদেশের অনেকেই। তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। অনেকের মতে এটি তাঁর ধূর্ততার পরিচয়। প্রতিযোগিতা শেষ হওয়ার পূর্বেই একটি বাংলা চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন নোবেল।