‘আড্ডা’ জমাতে দুই স্বর্গদূতের দ্বারস্থ পরিচালক
কলকাতা: বাঙালি মাত্রই আড্ডাবাজ। সকালে চায়ের কাপ হাতে হোক অথবা অফিস ফেরতা ভিড় বাস, বাঙালি আড্ডা জমাবে না এমনটা নৈব নৈব চ। সুদূর সমুদ্রপাড়ে থাকা বাঙালিরাও কলকাতার রাজনীতি থেকে খেলাধুলো নিয়ে কড়চা করতে ছাড়েন না। মান্না দে’র কালজয়ী গানেও উঠে এসেছে বাঙালির আড্ডার কথা।
সেই আড্ডার টানেই দেবায়ুষ চৌধুরী পরিচালনা করেছেন তাঁর প্রথম ছবি ‘আড্ডা’। সাদা ও কালো নামের দুই স্বর্গদূত মর্তে নেমে আসে কলকাতার হাল-হাকিকত দেখার জন্য। এসে দেখে বাঙালি কাজকর্ম ভুলে শুধুই আড্ডায় মত্ত। বাঙালির বিচার করতে গিয়ে এরা নিজেরাই জড়িয়ে পড়ে চার রকমের আড্ডার সঙ্গে।
‘আড্ডা’র গল্প দেবায়ুষের নিজের লেখা। “বরাবরই সিনেমার সঙ্গে যুক্ত থেকেছি। আমার পড়াশোনাও সিনেমা নিয়েই,” রেডিওবাংলানেট-কে জানালেন দেবায়ুষ। মুম্বইতে বেশ কিছু কাজের পর যখন ছবি পরিচালনার কথা ভাবেন, তখনই ঘরের ছেলে ঘরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। “ছবির গল্প দুর্গাপুজোর আড্ডাকে ঘিরেই। তাই চেয়েছিলাম ছবিটা যেন পুজোর আগেই মুক্তি পায়,” বললেন পরিচালক।
আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
দেবায়ুষের ছবিতে অভিনয় করেছেন সৌমিত্ৰ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সায়নী ঘোষ, ইন্দ্রাশিস রায়, সৌরভ দাস, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং দীপাংশু আচার্য। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভম মৈত্র এবং জয়দীপ বন্দ্যোপাধ্যায়। শুভম ছাড়াও ছবিতে ব্যবহৃত চারটি গান গেয়েছেন প্রশ্মিতা পল এবং হৃষিতা সাহা। এই ছবির একটি উল্লেখযোগ্য বিষয় হলো, ‘শাট আপ’ গানটিতে গলা মিলিয়েছেন সৌমিত্র নিজে।
আগামীকাল মুক্তি পাচ্ছে ‘আড্ডা’।