জল্পনার অবসান, শীতেই সন্দীপের ‘শঙ্কু আর ফেলুদা’
RBN Web Desk: সব জল্পনার অবসান ঘটিয়ে এ বছর শীতেই বড় পর্দায় ফিরছে ফেলুদা ও শঙ্কু। সাহিত্যিক সত্যজিৎ রায়ের দুই অমর সৃষ্টি ফেলুদা ওরফে প্রদোষ চন্দ্র মিত্র ও প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুকে নিয়ে এ বছরের শেষে মুক্তি পেতে চলেছে পরিচালক সন্দীপ রায়ের পরবর্তী ছবি। এ বছর সত্যজিতের জন্মশতবর্ষ। তাই একই সঙ্গে দুই কিংবদন্তি চরিত্রকে পর্দায় আনতে চলেছেন সন্দীপ। ছবির দুই অর্ধে ফেলুদা ও শঙ্কুর একটি করে গল্প থাকবে বলে জানা গিয়েছে। তবে কোন গল্প দুটি নিয়ে ছবি হচ্ছে তা এখনও জানা যায়নি।
২০১৯-এর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’। শঙ্কুকে নিয়ে তৈরি এটিই একমাত্র ছবি। এই ছবিতে প্রফেসর শঙ্কুর ভূমিকায় ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়। অদূর ভবিষ্যতে শঙ্কু তৈরি হলে সেই চরিত্রে ধৃতিমানই থাকবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন সন্দীপ। তাই আশা করা যায় এই ছবিতে ধৃতিমানকেই শঙ্কুর ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: এই প্রথম কোনও স্বল্পদৈর্ঘ্যের ছবিতে পাওলি
অন্যদিকে ফেলুদাকে নিয়ে শেষ ছবি ‘ডবল ফেলুদা’ তৈরি হয় ২০১৬ সালে। ফেলুদার ভূমিকায় ছিলেন সব্যসাচী চক্রবর্তী। তোপসের চরিত্রে দেখা গিয়েছিল সাহেব ভট্টাচার্যকে। তবে সেই ছবির সময়েই বয়সের কারণে সব্যসাচীকে ফেলুদা রূপে মেনে নিতে আপত্তি জানান দর্শকদের একাংশ। তাই আগামী দিনে ফেলুদা হলে সেই চরিত্রে নতুন অভিনেতা নেওয়া হবে, এমনটাই মনে করা হয়েছিল।
তবে নতুন ফেলুদা ও তোপসের চরিত্র কারা করবেন সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। এমনকি লালমোহন গাঙ্গুলী ওরফে জটায়ুর চরিত্রে মানানসই কাউকে না পাওয়া গেলে জটায়ু ছাড়া যে গল্পগুলো আছে তার মধ্যে থেকেই কোনও একটিকে বেছে নেওয়া হবে বলে জানিয়েছিলেন সন্দীপ।
আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘শঙ্কু আর ফেলুদা’।
ছবি: অর্ক গোস্বামী