দ্বৈত মস্তক বিশিষ্ট চরিত্রে সুদীপ্তা
RBN Web Desk: আরও একবার খল চরিত্রে অভিনয় করতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি বিনোদনমূলক চ্যানেলে সম্প্রচারিত ‘নজর’ ধারাবাহিকে এক দ্বৈত মস্তক বিশিষ্ট ডাইনির চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ধারাবাহিকের গল্প একই নামের হিন্দি ধারাবাহিকের অনুপ্রেরণায় তৈরি। হিন্দি ধারাবাহিকটিতে এই ডাইনির চরিত্রে অভিনয় করেন প্রিয়া মালিক। অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন অন্তরা বিশ্বাস, হর্ষ রাজপুত এবং নিয়তি ফৎনানি।
এর আগেও এই ধরণের অতিপ্রাকৃত চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা। ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকে রাক্ষসী রানী মণিমল্লিকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
আরও পড়ুন: অপুর চরিত্র আমার কাছে একটা চ্যালেঞ্জ: অর্জুন
‘নজর’-এর কেন্দ্রীয় চরিত্র মায়ার ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ি। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন জগতে ফিরলেন সম্পূর্ণা। ‘নজর’-এ মায়া নিজেও একজন ডাইনি যে তার লম্বা বেণীর সাহায্যে যে কোনও অসাধ্য সাধন করতে সক্ষম।
‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘নজর’-এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করার কথা সুদীপ্তার। শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘নজর’-এ।