ঠকিয়েছিলেন সলমন, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন প্রেমিকার
RBN Web Desk: তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই তাঁকে ঠকিয়েছিলেন সলমন খান। এমনটাই দাবি করলেন সোমি আলি। গতকাল সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সঙ্গে সলমনের সম্পর্ক নিয়ে মুখ খোলেন সোমি। নব্বইয়ের দশকে বেশ কয়েকটি হিন্দী ছবিতে অভিনয় করেছিলেন সোমি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সামজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত অভিনেত্রী।
সোমির দাবি, সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্কের জেরেই তাঁকে ঠকিয়েছিলেন সলমন। তবে তখন তাঁর বয়স কম ছিল বলে তিনি কিছু বুঝতে পারেননি বলে দাবি করেছেন সোমি। সঙ্গীতা প্রায়ই সলমনের বাড়িতে আসতেন। তাঁকে দেখলেই রেগে যেতেন সোমি। ক্রমে সলমন-সঙ্গীতা সম্পর্ক গাঢ় হয়ে ওঠে। একই সঙ্গে সোমির সঙ্গেও সম্পর্ক রাখতে সলমন। এই সময়ই সোমি সম্পর্ক ছেড়ে বেড়িয়ে আসার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: দুঃসাহসেই ভরসা রাখছে টিম ‘অতি উত্তম’
বর্তমানে সলমনের সঙ্গে আর কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন সোমি। বহু বছর সলমনের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি।
দীর্ঘ আট বছর সলমনের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। ১৯৯৮ সালে মুম্বই ছেড়ে পাকাপাকিভাবে ফ্লোরিডা ফিরে যান এই পাক-মার্কিন অভিনেত্রী।