বিস্ময়বালকের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক
RBN Web Desk: আজকাল বেশিরভাগ বাংলা ধারাবাহিক মানেই যেন পারিবারিক অশান্তি, একজন পুরুষের দুটি বিয়ে, শাশুড়ি-বৌমার ঝগড়া। এই একঘেয়ে, চেনা ছকের বাইরে গিয়ে নতুন ধরণের গল্প নিয়ে আসছে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। অন্তত নির্মাতাদের দাবি সেরকমই। সম্প্রতি কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ধারাবাহিকটির সঙ্গে যুক্ত কুশীলবরা।
‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’র গল্প কী নিয়ে?
বছর আটেকের বোধিসত্ত্ব চতুর্থ শ্রেণীতে পড়লেও বুদ্ধিমত্তায় বড়দেরও হার মানায়। তবে বোধের দিক থেকে এই বিস্ময়বালক এখনও ছোটো। সমাজ, পরিবারের সমস্ত জটিল অঙ্ককে সে যুক্তি দিয়ে বিচার করতে চায়। তাই তাকে নিয়ে বেশ কিছুটা নাজেহালও হতে হয় পরিবারকে। বাবা, মা, কাকু, কাকিমা, দাদা, বোন, ঠাকুমা আর কাকাদাদুকে নিয়ে জমজমাট পরিবার বোধির।
ধারাবাহিকটির নামভূমিকায় অভিনয় করছে রায়ান গুহ নিয়োগী। অন্যান্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, সোনালী চৌধুরী, সমতা দাস, সুমন্ত মুখোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, অনুমেঘা কাহালি ও ময়ূখ মিশ্র।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
বাস্তব জীবনেও রায়ান যে বেশ বুদ্ধিমান ছেলে এমনটাই শোনা গেল তার মা মৌমিতা গুহ নিয়োগীর থেকে।
‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ পরিচালনা করছেন ‘রানি রাসমণি’ খ্যাত রূপক দে। ধারাবাহিকের গল্প লিখছেন অনুরাগ রায়চৌধুরী ও অরিজিৎ মুখোপাধ্যায়।
বহু ধারাবাহিকের গল্প ভিন্নভাবে শুরু হলেও পরবর্তীকালে কোথাও যেন খেই হারিয়ে ফেলে। সেই তথাকথিত পারিবারিক কুটকাচালির ওপরেই ভরসা করেন নির্মাতারা। ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ও কি সেই পথে হাঁটবে?
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
“দেখুন, এখনও পর্যন্ত আমরা অন্যরকমভাবেই গল্পটাকে এগিয়েছি। তবে আমরা কখনওই বলছি না এটা পারিবারিক গল্প নয়। সত্যি কথা বলতে কী, এখানে একটা গোটা পরিবারকে দেখা যাবে। আর পরিবারে ভালো খারাপ মেশানো মানুষ থাকে। আমাদের এই গল্পে প্রত্যেকেই ধূসর চরিত্রের। এরপর গল্পের ট্র্যাক কী হবে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না,” জানালেন দুই লেখক।
ধারাবাহিক যখন শিশুকেন্দ্রিক, সেক্ষেত্রে পারিবারিক মেলোড্রামা কী শিশু মনে ছাপ ফেলবে না?
“‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ শুধুমাত্র ছোটদের জন্য নয়। এই ধারাবাহিক সকলের উপভোগ্য। তবে, আমরা এমন কিছু দেখাব না যা ক্ষতিকর। যেমন বোধির কাকিমার যে চরিত্রটি রয়েছে সে একটু অন্য ধরণের। তার ছেলে বাবুই বোধিসত্ত্বর মতো পড়াশোনায় অত ভালো নয়। এই নিয়ে তার একটা আলাদা মনখারাপ। কিন্তু সেই কাকিমাই বোধির মায়ের অনুপস্থিতিতে তার যত্ন নিচ্ছে,” বললেন রূপক।
৪ জুলাই থেকে জ়ি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’।
ছবি: গার্গী মজুমদার