ফিরছেন ভাদুড়িমশাই, এবারও চিরঞ্জিত

RBN Web Desk: সন্ধ্যের পরে দরজা বা জানলায় হঠাৎ টোকা পড়লে, খুলবেন না…অন্ধকার রাস্তায় যেতে-যেতে, পিছন থেকে নিজের আপন মানুষের গলা শুনলেও ঘুরে তাকাবেন না…কারণ সে মানুষ নাও হতে পারে। এমনই হাড়হিম করা সতর্কবাণী নিয়ে আবার হাজির হচ্ছেন ভাদুড়িমশাই। সৌভিক চক্রবর্তীর গোয়েন্দাচরিত্র তন্ত্র বিশেষজ্ঞ নীরেন ভাদুড়িরূপে আরও একবার থাকছেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)

গতবছর পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘পর্ণশবরীর শাপ’ (Parnashavarir Shaap) ওয়েব সিরিজ়। সেই সিরিজ়েরই দ্বিতীয় পর্ব আসতে চলেছে। এবারের পর্ব ‘নিকষ ছায়া’ (Nikosh Chhaya)। অভিনয়ে চিরঞ্জিত ছাড়াও আছেন গৌরব চক্রবর্তী, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু, অর্ণ মুখোপাধ্যায় ও অনুজয় চট্টোপাধ্যায়। আজ মুক্তি পেয়েছে সিরিজ়ের টিজ়ার। 

আরও পড়ুন: খলচরিত্রে রণবীর, ঘোষণা জন্মদিনে

আগের পর্বের প্রেক্ষাপট ছিল উত্তরবঙ্গ। চার বন্ধুর বেড়াতে যাওয়া ও তার পরবর্তী ভয়াবহ ঘটনা প্রবাহ নিয়ে তৈরি হয়েছিল গা ছমছমে সেই সিরিজ়। এবারের পর্বের গল্প কলকাতায়। অভিনেতারা এক হলেও আগের কাহিনির সঙ্গে এবারের কোনও যোগাযোগ থাকছে না। তন্ত্র বিশেষজ্ঞ ভাদুড়িমশাই বিশ্বাস করেন তন্ত্রসাধনা যেমন মানুষের অনিষ্ট করতে পারে তেমন তার মঙ্গল সাধনও করতে পারে। এই পর্বের গল্পে তিনি কীভাবে অশুভ শক্তির বিনাশ ঘটাবেন সেটাই দেখার।

ভূত চতুর্দশীর দিন হইচই ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে সিরিজ়টি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *