‘আলো ছায়া’ সহ তিনটি ধারাবাহিকে কাল থেকে নয়া মোড়
RBN Web Desk: ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুই বোন আলো ও ছায়া। যেন এক অপরের ছায়াসঙ্গী। কিন্তু সেই ছায়া এখন আলোর প্রতিপক্ষের ষড়যন্ত্রের স্বীকার। আলো জানে তার দেওর বাবান কোনও অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। যে মুহূর্তে আলো ঠিক করে বাবানের মুখোশ খুলে দেবে, ঠিক সেইসময় ছায়াকে বিয়ে করে বাবান। তাহলে ছায়ার খুশি নাকি নিজের কর্তব্য, কোনটা বেছে নেবে আলো? এক নতুনদিকে বাঁক নিতে চলেছে ‘আলো ছায়া’ ধারাবাহিকের গল্প।
ওদিকে টাকা ছুঁলেই সারা শরীরে যন্ত্রণা অনুভূব করছে গদাধর। এ কি তবে মা ভবতারিণীর নতুন কোনও লীলা? ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে ভবতারিণীর স্নেহধন্য গদাধরের জীবনে কি তবে নতুন কোনও অধ্যায়ের সূচনা হবে? জনপ্রিয় এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়, সৌরভ সাহা ও গৌরব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ঋষিকে হারিয়ে দিয়েছিলেন রাজেশ?
টানা লকডাউনের পর ১১ জুন থেকে শুরু হয়েছে ধারাবাহিকগুলির শুটিং। নতুন পর্ব সম্প্রচারের পরেই বেশ কিছু ধারাবাহিকের গল্পে নতুন আঙ্গিক উন্মোচিত হতে চলেছে। চমক আসছে তিয়াশা রায়, নীল ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, রিমঝিম মিত্র অভিনীত ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকেও। আবারও ফিরে আসছে এই ধারাবাহিকের অন্যতম দুই খলচরিত্র, রুক্মিনী এবং রাধারানী। অশোকের প্ররোচনায় শ্যামার মুখোশ খুলবে রুক্মিনী ও রাধারানী। বর্তমানে নিখিলের স্ত্রী হয়ে যে রয়েছে চৌধুরী বাড়িতে, সে আসলে কে? শ্যামা নাকি আম্রপালি?
এই তিনটি ধারাবাহিকে নতুন চমককে ঘিরে বিশেষ পর্ব দিয়ে সাজানো হয়েছে ‘মহা সোমবার’।