স্পার্ম ডোনেশন নিয়ে ছবিতে বিশ্বনাথ, সায়ন্তনী, সমদর্শী

RBN Web Desk: বছর দশেক আগেই স্পার্ম ডোনেশন সংক্রান্ত একটি হিন্দি মুক্তি পেয়ে জনপ্রিয় হলেও বাস্তবে এখনও আম জনতা এই প্রসঙ্গে কথা বলা দূর, ভাবতেও অস্বস্তি বোধ করে। অথচ পুরাণেও নামান্তরে এই প্রথা বিরাজ করেছে সগৌরবে। তবু এ বিষয়ে আজও শহুরে শিক্ষিত সমাজ দ্বিচারিতায় আক্রান্ত। এই বিষয়ের ওপর ভিত্তি করে পরিচালক আতিউল ইসলাম তৈরি করতে চলেছেন তাঁর পরবর্তী ছবি ‘চাতক’। ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন বিশ্বনাথ বসু, সমদর্শী দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, মন্টু মল্লিক, অনুরাধা রায়, রবিশঙ্কর রবি ও অনিন্দিতা সোম।

স্বাভাবিকভাবে সন্তান লাভ করা সম্ভব নয় জেনে স্বামীকে রাজি করিয়ে এক স্পার্ম ডোনারের সাহায্য নেন স্ত্রী। পরবর্তীকালে জানা যায় সেই সন্তানের নতুন গৃহশিক্ষকই ছিলেন সেই স্পার্ম ডোনার। এরপর ঘটনা কোন জটিল পথে মোড় নেয় তাই জানাবে ‘চাতক’।

আরও পড়ুন: রক্তসঞ্চালন নয়, হৃদয়ের কথা বলে

ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে রয়েছেন বিশ্বনাথ ও সায়ন্তনী। তাঁর অভিনীত চরিত্র সম্পর্কে সায়ন্তনী জানালেন, “এক উচ্চাকাঙ্খী স্বার্থপর নারীর ভূমিকায় আমাকে দেখা যাবে। তবে সন্তানের জন্য সে সবরকম স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত। কীভাবে শুধুমাত্র সন্তানের আকাঙ্খা এক নারীকে বদলে দেয় সেটাই দেখা যাবে এই ছবিতে।”

বিশ্বনাথ জানালেন, “এ ছবি এমন একটা বিষয় নিয়ে যা বাংলায় এর আগে কখনও হয়নি। নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ। আশা করব দর্শকদের ভালো লাগবে।” 

আরও পড়ুন: অনবদ্য ভিক্টর, স্ক্রিনজুড়ে যেন সত্যিই গুরুদেব

গৃহশিক্ষক তথা স্পার্ম ডোনারের চরিত্রে রয়েছেন সমদর্শী। “কোনওরকম ইমোশন না রেখে শুধু বায়োলজিক্যালভাবে বাবা হওয়ার মধ্যে কতটা ত্যাগ থাকতে হয়, এই বিষয়টাই আমার চরিত্রের মধ্যে ফুটে উঠবে,” জানালেন তিনি।

অপেক্ষাকৃত কম আলোচিত অথচ বাস্তব, এমন একটি বিষয় নিয়ে ছবি করার প্রসঙ্গে আতিউল জানালেন, “বিষয়টা নিয়ে সেভাবে কথা বলা হয় না ঠিকই, কিন্তু এই একটা কারণে আমাদের সমাজে কত সম্পর্ক, কত পরিবার বেঁচে যায়, কত মানুষ তাঁদের জীবনে সন্তানের স্পর্শ পান, তা বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় অন্যান্য সামাজিক বিষয়ের মত এই বিষয়টাও সমকালীন ছবিতে উঠে আসা দরকার।”

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শীতল ভট্টাচার্য। সুর করেছেন শ্রাবণ। তিনি ছাড়াও ছবির গানগুলি লিখেছেন দীপাংশু আচার্য ও সৃঞ্জয় মিত্র। গানগুলি শোনা যাবে অনুপম রায়, মোনালি ঠাকুর, ঈশান মিত্র, অংশুমান সাহা, ঈপ্সিতা মুখোপাধ্যায়, জয়ন্তী ভট্টাচার্য, ও শ্রাবণের কণ্ঠে।

এই বছরেই মুক্তি পেতে চলেছে ‘চাতক’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *