প্রকাশ্যে এল বনি-আয়ুষীর নতুন ছবির লুক
RBN Web Desk: প্রকাশ্যে এল বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদারের নতুন ছবির লুক। প্রমিতা ভট্টাচার্যের ‘আর্চির গ্যালারি’তে জুটি বেঁধেছেন বনি ও আয়ুষী। এর আগে রাজা চন্দের ‘আম্রপালি’ ও সায়ন্তন ঘোষালের ‘হীরকগড়ের হীরে’তে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
আদ্যোপান্ত প্রেমের গল্প ‘আর্চির গ্যালারি’। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া এমন অনেক মূহুর্ত থাকে যেগুলো ফ্রেমবন্দী করে রাখা যায় না। কিন্তু মননে থেকে যায় স্মৃতির রেশ। এই ছবির আর্চির (বনি) মনের কোনেও রয়ে গেছে এমনই কিছু ছবি। ছোটবেলায় মা মারা যাওয়ায় আর্চি মানুষ হয় তার বাবা ও মাসির কাছে।
এই ছবিতে এক কর্পোরেট চাকুরের ভূমিকায় দেখা যাবে আয়ুষীকে। বনির বাবার চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপসা চক্রবর্তী। অনীক ধরের সঙ্গীত পরিচালনায় তিনটি গান থাকবে ছবিতে।
মূলত কলকাতা শহরেই হবে ‘আর্চির গ্যালারি’র শ্যুটিং।