মিষ্টির দোকান খোলা কেন, প্রশ্ন দেবযানীর

RBN Web Desk: দেশব্যাপী লকডাউনের মাঝে পশ্চিমবঙ্গে মিষ্টির দোকান খোলা রাখার নির্দেশের বিরোধীতা করলেন জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। গতকাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে  এক নির্দেশ জারি করা হয় যে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যে খোলা রাখা যাবে মিষ্টির দোকান। সরকারী এই সিদ্ধান্তকে “গোদের ওপর বিষফোঁড়া” আখ্যা দিলেন তিনি।

করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন চলাকালীন জরুরী দ্রব্যের পাশাপাশি খোলা রয়েছে বাজার এবং অন্যান্য দোকানপাটও। কড়া সরকারী নির্দেশ ও পুলিশী টহল থাকা সত্বেও পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডার মেজাজে জটলা করছেন অনেকেই। শুধু তাই নয়, বারণ করলে কেন চা খাবেন না, সেই নিয়েও প্রশ্ন করেছেন তাঁরা। কোথাও যেন করোনা ভাইরাসের গুরুত্বটা বুঝতে পারছেন না অনেকেই। বাজারে বা দোকানের বাইরে গোল দাগ কেটে দেওয়া হয়েছে। এতকিছু করেও বেশ কিছু সাধারণ মানুষের গাফিলতির কারণে সৃষ্টি হচ্ছে সমস্যা।

আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে

সোশ্যাল মিডিয়ায় আজ এক ভিডিও বার্তায় দেবযানী বলেন, “এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ডালভাত খেয়ে থাকাটাই যথেষ্ট। মিষ্টি কোনওভাবেই অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য নয়। তাই এই নির্দেশিকার কোনো মানে হয় না।”

View this post on Instagram

A humble appeal

A post shared by Debjani Chatterjee (@debjani_majo) on

লকডাউনের সময় মানুষজন যেন বাইরে না বেরোন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন দেবযানী। পাশাপাশি মিষ্টির দোকান খোলা রাখার নির্দেশ প্রত্যাহার করে নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন তিনি।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *