এবার টেলিভিশনে ‘কড়ি দিয়ে কিনলাম’

RBN Web Desk: বাংলা সাহিত্যে যে কালজয়ী উপন্যাসগুলি লেখা হয়েছে, তা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। বিমল মিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ সেগুলির মধ্যে অন্যতম। ১৯৮৯ সালে এই কাহিনি অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করেছিলেন  বীরেশ চট্টোপাধ্যায়। সেই ছবিতে অভিনয় করেছিলেন  মৌসুমী চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, মাধবী মুখোপাধ্যায়, তাপস পাল ও উৎপল দত্ত। সেই কাহিনিই এবার আসছে টেলিভিশনের পর্দায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন সজল বসু।

এই কাহিনির নায়ক দীপঙ্কর সেন, ওরফে দীপু নিজের বাবার হত্যাকাণ্ড স্বচক্ষে দেখেছিল। দীপুর বিধবা মা তাকে নিয়ে কলকাতায় অঘোরনাথ ভট্টাচার্যের বাড়িতে পালিয়ে এসে আশ্রয় নেন। সেই বাড়িতে কাজ করে দীপুকে বড় করে তোলেন তিনি। অঘোরবাবু দীপুকে শেখান, কড়ি দিয়ে সবকিছু কেনা সম্ভব। কিন্তু জীবনও কি কেনা যায়? দীপু মাকে কথা দেয়, সে কখনও কাউকে ঠকাবে না।

আরও পড়ুন: “আর ভালো লাগছে না”

অপরদিকে, একটি ভিন্ন সম্প্রদায়ের ছেলেকে ভালোবাসার জন্য লক্ষ্মীকে তার বাবা ভুবনেশ্বর বর্মায় পাঠিয়ে দেয়। লক্ষ্মী কলকাতায় পালিয়ে এসে অঘোরের ভাড়াটে শচীনের বাড়িতে ওঠে। লক্ষ্মীর সঙ্গে দীপুর একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। সে হয়ে উঠেছিল লক্ষ্মী ও তার প্রেমিকের মধ্যে সংযোগের মাধ্যম। এর কিছুদিন পরে ভুবনেশ্বরবাবু তার ছোট মেয়ে সতীকে কলকাতায় পড়াশোনা করতে পাঠায়। তখন সতীর সঙ্গে দীপুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে কেউ কাউকে এ কথা বলে উঠতে পারে না। এভাবে তিন বন্ধুর মধ্যে সম্পর্কের জটিলতা নিয়েই কাহিনি এগিয়ে চলে।



‘কড়ি দিয়ে কিনলাম’ ধারাবাহিকে লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছেন অর্কজা আচার্য, সতীর চরিত্রে রয়েছেন সুশ্রিতা ঘোষ। দীপুর ভূমিকায় অভিনয় করছেন অর্ণব বিশ্বাস। অঘোরনাথের ভূমিকায় রয়েছেন সমীর বিশ্বাস এবং ভুবনেশ্বরের চরিত্রে আছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া দোলা চক্রবর্তী রয়েছেন দীপুর মায়ের ভূমিকায়। অন্যান্য চরিত্রে রয়েছেন দেবনাথ চট্টোপাধ্যায়, অ্যানি সেন ও আরও অনেকে।

আরও পড়ুন: ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে, শহরে এসে আশ্বাস আলিয়ার

অর্কজা জানালেন, “লক্ষ্মীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা ছিল অত্যন্ত কঠিন কাজ। ‘কড়ি দিয়ে কিনলাম’-এর প্রতিটি শিল্পীর অভিনয়ের সাফল্যের কৃতিত্ব পরিচালকের।”

অর্ণব বললেন, “তাপস পাল যে ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। তার ওপরে টেলিভিশনে এটাই আমার প্রথম কাজ। দীপুর চরিত্রের সারল্য, সাহস ও ত্যাগের বিভিন্ন রূপগুলি তুলে ধরতে নিজের সেরাটুকু দিয়েছি।”

আরও পড়ুন: বয়স ষাটোর্ধ্ব, সম্পূর্ণ অচেনা লুকে অভিনেত্রী

সজল জানালেন, “বিমল মিত্রের এই উপন্যাসটি স্বাধীনতা-পূর্ব সময়ের। সেই সময়ের সমাজব্যবস্থা, আচার-ব্যবহার সবই এই সিরিজ়ে তুলে ধরা হয়েছে। এই উপন্যাসটির সকল মোচড় নিখুঁতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরা খুবই কঠিন কাজ। অর্কজা, সুশ্রীতা, অর্ণব, এরা প্রত্যেকেই নিজেকে উজাড় করে দিয়েছে।’

২৪ জুলাই থেকে আকাশ আটে সম্প্রচারিত হচ্ছে ‘কড়ি দিয়ে কিনলাম’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *