ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে, শহরে এসে আশ্বাস আলিয়ার
কলকাতা: শহর ঘুরে গেলেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট। এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ছবির প্রচারে আজ কলকাতায় এসেছিলেন তাঁরা। ছিলেন চুর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীও। ছবিতে আলিয়ার মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি গান ‘ঢিন্ডোরা বাজে রে’ও মুক্তি পেল আজ।
‘রকি অউর রানি কি প্রেম কহানি’তে এক বাঙালি চরিত্রে দেখা যাবে আলিয়াকে। নাম রানি চ্যাটার্জি। চূর্ণীর ও টোটার মতো বাঙালি শিল্পীদের থেকে “একটু-একটু” বাংলা শিখেছেন বলে জানালেন আলিয়া।
ছবির ট্রেলারে আলিয়ার মুখে শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি। এই সংলাপ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। সংলাপটি কি শেযমেশ ছবিতে থাকছে?
শহরে টিম ‘রকি অউর রানি কি প্রেম কহানি’
‘‘সামান্য পরিবর্তন করা হয়েছে,” জানালেন আলিয়া। “তবে তাতে ছবির কোনও ক্ষতি হবে না।”
জয়া বচ্চনের সঙ্গে একটি বিশেষ দৃশ্যে এই সংলাপটি আছে বলে জানালেন তিনি। ছবিতে রণবীর অর্থাৎ রকির ঠাকুমার চরিত্রে অভিনয় করেছেন জয়া।
আরও পড়ুন: কুয়াশায় মেখে একাকীত্ব
“এর বেশি এখনই কিছু বলতে চাইছি না। দর্শক ছবিটা দেখুক, তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে,” আশ্বাস দিলেন তিনি।
২৮ জুলাই মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।