চোর সন্দেহ করা হয়েছিল আমাকে: রোশনী তন্বী

RBN Web Desk: সিনেমা ও টিভির জগতের অনেক নামকরা অভিনেতা-অভিনেত্রীই তাদের অভিনয় জীবন শুরু করেন জুনিয়র আর্টিস্ট হিসেবে। আর এই সময়টায় তাদের অনেক লাঞ্ছনারও শিকার হতে হয়। তেমনই এক ঘটনার কথা শোনালেন রোশনী তন্বী ভট্টাচার্য। জ়ি টিভির নতুন ধারাবাহিক হৃদয়হরণ BA পাশ-এ নায়িকার ভূমিকায় অভিনয় করছেন রোশনী।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ২০১৫ সালে সবেমাত্র স্কুলের গন্ডি পেরিয়েছেন তিনি, এবং সিনেমা-টিভিতে অভিনয় করার ব্যপারে কিছুই জানতেন না। তার মায়ের ইচ্ছে ছিল রোশনী অভিনেত্রী হন। শুরুর দিকে তাই জুনিয়র আর্টিস্ট হিসেবেই কাজ শুরু করেন। একদিন, তার সাথে একই প্রজেক্টে কাজ করা অন্য একটি মেয়ের পায়ের ওপর শ্যুটিং ফ্লোরে লোহার চেয়ার পড়ে যায়। যেখানে কাজ চলছিল সেখানে বরফ বা ঠাণ্ডা জল কিছুই ছিল না। তাই রোশনী সেই মেয়েটিকে পাশের একটি মেকআপ রুমে নিয়ে যান। হঠাৎই প্রোডাকশনের একটি লোক সেখানে আসে এবং জিজ্ঞেস করে তারা ওই ঘরে চুরি করতে ঢুকেছে কি না। এই প্রশ্ন শুনে খুবই অপমানিত বোধ করেছিলেন রোশনী এবং নিজের কাছে প্রতিজ্ঞা করেন, অনেক পরিশ্রম করে ভালো চরিত্রে অভিনয় করবেন, কিন্তু জুনিয়র আর্টিস্ট হয়ে আর কাজ করবেন না।

যে মৃত্যু আজও রহস্য

এরপর দুবছর রোশনী বিভিন্ন ওয়ার্কশপ করেছেন এবং পড়াশুনার পাশাপাশি নানান কাজের জন্য অডিশন দিয়েছেন। ২০১৭ সালে রোশনীর আলাপ পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। স্নেহাশিসের নির্দেশনায় দুটি ধারাবাহিকে কাজ করেন রোশনী—আদরিণী ও বাক্সবদল। প্রথমটি শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই স্নেহাশিস নতুন একটি ধারাহাহিকের জন্য রোশনীর লুকটেস্ট নেন। তিনি তখনও জানতেন না সেটি ছিল হৃদয়হরণ BA পাশ-এর লুকটেস্ট।

পালাবদলের পথে রেশম ঝাঁপি

ইদানিং ইন্ডাস্ট্রিতে রোশনীর বহু পরিচিত মানুষেরই তার প্রতি ব্যবহার পাল্টে গেছে, জানালেন নায়িকা। তবে সেদিনের চরম অপমানিত হওয়াটাই তার মধ্যে সাফল্যের খিদেটা অনেকটা বাড়িয়ে দিয়েছে, বললেন রোশনী।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *