বয়স ষাটোর্ধ্ব, সম্পূর্ণ অচেনা লুকে অভিনেত্রী
RBN Web Desk: এই প্রথম কোনও ছবিতে অভিনেত্রী তুহিনা দাসকে তিনটি ভিন্ন লুকে দেখা যাবে। ছবির নাম ‘সিঁড়ি’। পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ নায়েক। সম্প্রতি ঘোষণা করা হলো ছবির নাম। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তুহিনা। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋজু বিশ্বাস, বিশ্বজিৎ চক্রবর্তী, ইন্দ্রজিৎ মজুমদার, মানসী সিংহ, ঋতা দত্ত চক্রবর্তী, সুমিত গঙ্গোপাধ্যায়, এলফিনা মুখোপাধ্যায় ও শম্ভু মিত্র।
‘সিঁড়ি’র কাহিনি সুমিতাকে (তুহিনা) কেন্দ্র করে। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে নিজের চেষ্টায় বড় হয় সুমিতা। পরবর্তীকালে একটি কলসেন্টারে কাজ করার সময় সে সপ্তকের (ঋজু) প্রেমে পড়ে। কিন্তু উচ্চাকাঙ্ক্ষী সুমিতা যে কোনও উপায়ে কর্মক্ষেত্রে শীর্ষস্থানে পৌঁছাতে চায়। এর ফলস্বরূপ সে অবলম্বন করে এমন কিছু পথ যা অনৈতিক। সুমিতার এই স্বভাব সপ্তক মেনে নিতে পারে না। তাদের সম্পর্কের ইতি ঘটে।
আরও পড়ুন: রূঢ় বাস্তব, চমকে দেওয়া অভিনয়
এরপর সুমিতার অফিসে এইচআর হিসেবে আসে সুপ্রতিম (ইন্দ্রজিৎ)। সুপ্রতিম এবং সুমিতা একে অপরের কাছাকাছি আসে এবং তাদের বিয়ে ঠিক হয়। এরপরই সংসারের চাপে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে সুপ্রতিম। কয়েকদিনের মধ্যেই সে খুন হয়। একইসঙ্গে ধর্ষিতা হয় সুমিতা। কী হয় এরপর? যে কোনও মূল্যে সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘সিঁড়ি’।
ছবির একটা অংশে এক ষাটোর্ধ্ব মহিলার চরিত্রে, সম্পূর্ণ অচেনা লুকে দেখা যাবে তুহিনাকে। এর জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছিলেন তিনি।
ঋজু, এলফিনা, ইন্দ্রজিৎ
“এই চরিত্রটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল,” সংবাদমাধ্যমকে বললেন তুহিনা। “এর আগে এ ধরনের কোনও চরিত্রে আমি অভিনয় করিনি। ছবিতে সুমিতার তিনটি বয়স দেখানো হয়েছে। আমাদের হাতে খুব কম সময় ছিল। তার মধ্যে এতগুলো লুক নিয়ে বিভিন্ন লোকেশনে শ্যুটিং করা মোটেই সহজ কাজ ছিল না।”
ছবিতে গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র, শোভন গঙ্গোপাধ্যায়, ধীরজ ক্ষ্যাপা, সুপ্রিয়া চক্রবর্তী ও দেবাংশু ভট্টাচার্য। কলকাতার বিভিন্ন এলাকায় হয়েছে ছবির শ্যুটিং। বর্তমানে ডাবিংয়ের কাজ চলছে।
আরও পড়ুন: ফেলু-ব্যোমকেশের পর এবার কি হোমসের ছড়াছড়ি?
অনেকদিন পর বড়পর্দায় ফিরতে চলেছেন তুহিনা। গতবছর এপ্রিলে মুক্তি পেয়েছিল ‘অভিযান’। ছবিতে ওয়াহিদা রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
নির্মাতাদের তরফ থেকে জানা গিয়েছে নভেম্বরে মুক্তি পাবে ‘সিঁড়ি’।