আপাতত স্থগিত গণআন্দোলন
RBN Web Desk: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আর্টিস্টস ফোরামের অনুরোধে দেশে চলতি সাধারণ নির্বাচন শেষ না হওয়া অবধি গণআন্দোলন স্থগিত রাখতে রাজি হলেন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের একাংশ। বেশ কয়েকটি ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা দীর্ঘদিন বকেয়া টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে গতকাল কলকাতায় এক সভা অনুষ্ঠিত হয়। প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন আর্টিস্টস ফোরামের অন্যান্য পদাধিকারীরা, তিনটি বেসরকারী বিনোদনমূলক চ্যানেলের কর্তৃপক্ষ ও প্রযোজক সংস্থার প্রতিনিধিরা।
অভিনেতা-অভিনেত্রীরা এর আগে জানিয়েছিলেন, ১ মে’র মধ্যে সমস্ত বকেয়া না মেটালে গণআন্দোলনের পথে যাবেন তাঁরা। কিন্তু সূত্রের খবর, পরিস্থিতি যা দাঁড়িয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপ ছাড়া এ জট খোলা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এখন নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত থাকায় অভিযোগকারীদের থেকে সময় চেয়ে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ ও অন্যান্য পক্ষ, সূত্রের দাবী।
হাসপাতালে ভর্তি প্রতুল মুখোপাধ্যায়
অভিযোগের তীর মূলত প্রযোজক রাণা সরকারের দিকে। তাঁর প্রযোজনায় চারটি ধারাবাহিক—‘জয় বাবা লোকনাথ’, ‘আমি সিরাজের বেগম’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ও ‘খনার বচন’-এর শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক বকেয়া রয়েছে বহুদিন। যদিও এই চারটি ধারাবাহিকই এখন অন্য এক প্রযোজনা সংস্থার তত্বাবধানে নির্মিত হচ্ছে, কিন্তু শিল্পীদের অভিযোগ পূর্ববর্তী বকেয়া এখনও মেটাননি রাণা।
বকেয়া পারিশ্রমিক মেটাতে সমস্যা কোথায়?
আদ্যোপান্ত ভয় পাওয়ানোর গল্প বলতে আসছে ‘ভূত চতুর্দশী’
সূত্রের দাবী, নতুন প্রযোজনা সংস্থা পূর্ববর্তী কোনও বকেয়ার দায়িত্ব নিতে চাইছেন না। ক্ষতিগ্রস্ত শিল্পীরা জানিয়েছন, এখন তাঁরা সময়মত পারিশ্রমিক পাচ্ছেন। অভিনেতা-অভিনেত্রীরা চুক্তিবদ্ধ হন চ্যানেলের সঙ্গে। কিন্তু কলাকুশলীদের চুক্তি হয় প্রযোজনা সংস্থার সঙ্গে। বাংলা টেলিভিশন ধারাবাহিকে কর্মরত অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে অনেক আইনী জটিলতা আছে, সূত্রের দাবী।
আর্টিস্টস ফোরামের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও অবধি সমস্যার কোনও সমাধানসূত্র বেরোয়নি, তবে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।