‘করুণাময়ী রানী রাসমনি’ ধারাবাহিকে ফের শ্যুটিং শুরু করলেন নূর
RBN Web Desk: ‘করুণাময়ী রানী রাসমনি’ ধারাবাহিকে ফের শ্যুটিং শুরু করলেন গাজী আব্দুন নূর। এই ধারাবাহিকে রাসমনির স্বামী বাবু রাজচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় এই বাংলাদেশী অভিনেতা।
ধারাবাহিকটিতে রাজচন্দ্রের মৃত্যু দৃশ্যের পর্বটি সম্প্রচার হয়েছে কিছুদিন আগে। তাও কিভাবে আবার ফিরলেন নূর?
কিছুদিন আগে চ্যানেল সূত্রে জানা গিয়েছিল, ‘করুণাময়ী রানী রাসমনি’তে তাঁর কাজ শেষ হয়ে গেলেও, ধারাবাহিকটি থেকে তিনি বিদায় নিয়েছেন সেটা এখনই বলা যাবে না। মৃত্যুতেই রাজচন্দ্র শেষ হয়ে যাচ্ছেন না। তবে কি ভাবে তাঁকে আবার দেখা যাবে, সেটা তখন খোলসা করে বলেননি চ্যানেল আধিকারিক।
দোলের দিন আর নয় বসন্ত উৎসব, সিদ্ধান্ত বিশ্বভারতীর
সেই সূ্ত্রেই আজ থেকে এই ধারাবাহিকে নূরকে নিয়ে কয়েকটি ফ্ল্যাশব্যাক ও স্বপ্নদৃশ্যের শ্যুটিং শুরু হয়েছে। তবে এবারে নূরের কাজ সামান্যই। কিছুদিন চলবে এই কাজ। আর তারপরই পাকাপাকিভাবে এই ধারাবাহিক থেকে বিদায় নেবেন রাজচন্দ্র।