‘এমজি’র মত মুড়ি মাখতে পারি না: ঐন্দ্রিলা
RBN Web Desk: চেষ্টা করেও ‘এমজি’র মত ভালো মুড়ি মাখতে পারেন না তিনি, এমনটাই বললেন ঐন্দ্রিলা সাহা। বর্তমানে ‘খনার বচন’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয় ছাড়া নাচেও পারদর্শী ঐন্দ্রিলা।
২০১০-এ টেলিভিশনে একটি জনপ্রিয় নাচের শো-এর সঞ্চালনা করেছিলেন ঐন্দ্রিলা। সেই সূত্রেই ‘এমজি’ অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সঙ্গে আলাপ। মিঠুন কত বড় মাপের তারকা, সে সম্বন্ধে কোনও ধারণাই ছিল না ঐন্দ্রিলার। এরপর আস্তে আস্তে শ্যুটিংয়ের ফাঁকে দুজনের বন্ধুত্ব জমে ওঠে।
সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলা জানালেন, অনেকেই জানেন না মিঠুন খুব ভালো মুড়ি মাখতে পারেন। তবে এটা রাস্তায় পাওয়া ঝালমুড়ির মত একেবারেই নয়। টমেটো, শসা, লেবুর রস দিয়ে একটা বিশেষ ধরণের মুড়ি মাখেন ‘এমজি’। এর স্বাদ অন্য মুড়ির থেকে একেবারেই আলাদা। সেই মুড়িটা ঐন্দ্রিলা এখনও বানিয়ে খান, তবে তার স্বাদ মিঠুন যেটা বানাতেন তার ধারাকাছেও আসে না, বললেন ‘খনা’।
পৌষমেলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিশ্বভারতীর
এর আগে ‘রাশি’, ‘রাইকিশোরী’, ‘হয়তো তোমারই জন্য’, ‘জানি দেখা হবে’, ‘আমার দুর্গা’, ‘দেবীপক্ষ’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘ঝুমুর’ ও ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে কাজ করেছেন ঐন্দ্রিলা। এছাড়া ‘রান্নাঘর’ ও ‘দিদি নাম্বার ওয়ান’-এর মত অনুষ্ঠানেও দেখা গেছে মধ্যমগ্রাম গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণীর এই ছাত্রীকে।