প্রাণের উৎসবে রবীন্দ্রনাথ স্মরণ

কলকাতা: সম্প্রতি শহরে রবিকিরণের আয়োজনে ‘এসো প্রাণের উৎসবে’ শীর্ষক অনুষ্ঠানে পাঁচজন শিল্পীর পরিবেশনায় শোনা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু স্বল্পশ্রুত গান। অনুষ্ঠানের বাড়তি পাওনা ছিল কবি সুবোধ সরকারের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। তিনি তাঁর সাম্প্রতিক কবিতা ও পুরাতন জনপ্রিয় রচনার অংশ পাঠ করেন।

এছাড়াও অনুষ্ঠানে সুমন পান্থী ও দেবশ্রী বিশ্বাসের পরিচালনায় সম্মেলক গান পরিবেশন করেন ‘ক্রিয়েশন’  ও ‘মুক্তধারা’র শিল্পীরা।

গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই

অনুষ্ঠানে সুকৃতি মজুমদারের কণ্ঠে শোনো গেল ‘ভুবনজোড়া আসনখানি’ ও ‘আমি কান পেতে রই’। এরপর দেবশ্রী পরিবেশন করেন ‘যে তোরে পাগল বলে’, ‘ভয় হতে তব অভয়মাঝে’ ও ‘বর্ষ ওই গেল চলে’। সুমন গেয়ে শোনালেন ‘হে মোর দেবতা’, ‘অনন্তের বাণী তুমি’ ও ‘চরণধ্বনি শুনি তব নাথ’। ভাস্বতী দত্তর নিবেদন ছিল ‘অন্তর মম বিকশিত কর’, ‘মম অংগনে স্বামী’ ও ‘আমার সকল দুখের প্রদীপ’।

তৈরি হল না যে ঘরে বাইরে

এছাড়াও কৃষ্ণেন্দু দে গেয়ে শোনালেন ‘বিপুল তরঙ্গ রে’, ‘এমনি করেই যায় যদি দিন’ ও ‘দেখা না দেখায়’। তাঁকে তবলায় সঙ্গত করলেন স্বপন অধিকারী ও এসরাজে নন্দন দাশগুপ্ত।

অনুষ্ঠানে মঞ্চ অলংকরণ ও আলপনার নকশার দায়িত্বে ছিলেন সুধীরঞ্জন মজুমদার।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *