হাসপাতালে ভর্তি প্রতুল মুখোপাধ্যায়
কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়ক ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়৷ গতকাল গভীর রাতে নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৎপরতায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রতুলবাবুর স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তাঁর স্বামী।
বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৭৭ বছর বয়সী এই শিল্পী।
হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তবে বিপদ কেটে গেছে তা এখনই বলা যাবে না।
পঁচিশে ‘উনিশে এপ্রিল’
গায়ক ও গীতিকার হিসেবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় প্রতুলবাবু। তাঁর অন্যতম জনপ্রিয় গান হল ‘আমি বাংলায় গান গাই’ ও ‘ডিঙা ভাসাও সাগরে’। মূলত খালি গলাতেই গান গেয়ে থাকেন তিনি।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলার সাংস্কৃতিক মহল।