লকডাউন পরবর্তী বিনোদন, কী ভাবছে বাংলা টেলিজগৎ?

RBN Web Desk: করোনার প্রকোপে প্রায় দু’মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত সিনেমা ও মেগাসিরিয়ালের শুটিং। ১৭ মার্চ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া, আর্টিস্টস ফোরাম, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) ও প্রোডিউসার্স গিল্ডের এক যৌথ সভায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে প্রায় সব চ্যানেলই পুরোনো ধারাবাহিক সম্প্রচার করছে। কিন্তু নতুন পর্ব সম্প্রচার না হলে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেবেন না। অতএব চ্যানেলগুলির আয়ের পথও বন্ধ। তাই কোপ পড়েছে বাজেটে।

তবে লকডাউন পরবর্তী সময়ের বিনোদন নিয়ে কী ভাবছে বাংলার পাঁচ মুখ্য বেসরকারী বিনোদনমূলক চ্যানেল?

আরও পড়ুন: ‘মহাভারত’-এর গানে সোনু, প্রকাশ্যে ১৯৮৯ সালের ভিডিও

কালারস বাংলা: ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে  ‘চিরদিনই আমি যে তোমার’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনক কাঁকন’ ও ‘নিশির ডাক’। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে যে ‘সাময়িকভাবে’ বন্ধ করা হয়েছে ধারাবাহিকগুলি। লকডাউন উঠলে ধারাবাহিকের বাজেটেও কাটছাঁট করা হতে পারে।

জ়ি বাংলা: সরকারী নিষেধাজ্ঞা উঠলেই শুরু হবে শুটিং। কিছু ধারাবাহিক বন্ধ করা হতে পারে। প্রইম টাইমের দৈর্ঘ্য কমবে না। যে সব ধারাবাহিকের গল্প শেষের দিকে, সেগুলোর চিত্রনাট্য বদলে নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেওয়া হতে পারে। তবে পুরোটাই নির্ভর করবে রেটিংয়ের ওপর।

সান বাংলা: কোনও ধারাবাহিকই বন্ধ করা হবে না। আসতে পারে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। বাড়তে পারে প্রাইম টাইমের সময়সীমা।

আরও পড়ুন: আপন হতে বাহির হয়ে

স্টার জলসা: টেলিজগতে কর্মরত সবার কথা ভেবে কোনও ধারাবাহিকই বন্ধ করা হবে না। ফিকশন এবং নন-ফিকশন, দুই ধরণের কাজই বর্তমানে চলছে। শিল্পী, কলাকুশলী ও বিভিন্ন রিয়্যালিটি শো-এর প্রতিযোগিরা তাঁদের বাড়িতেই মোবাইল ফোনে শুটিং করছেন। লকডাউন পরবর্তী সময়ে সবরকম সাবধানতা অবলম্বন করেই শুরু হবে শুটিং।

আকাশ আট: একাধিক পরিবর্তনের চিন্তাভাবনা করছে চ্যানেলটি। যেহেতু অনেক বেশি সংখ্যক দর্শক এখন টেলিভিশন দেখছেন, তাই প্রাইম টাইমের সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। কোনও শো-ই বন্ধ করা হয়নি, যদিও  আগামী দিনে সেগুলোর সম্প্রচারের সময় বদলানো হতে পারে। লকডাউন উঠলে সব লাইভ শো যেমন সম্প্রচার হতো, তেমনই হবে।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *