যথেচ্ছ মাস্ক ব্যবহার করা নিয়ে সতর্ক করলেন বিক্রম
RBN Web Desk: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে আতঙ্কিত সবাই। আক্রান্তের সংখ্যা কমার কোনও লক্ষণ নেই। পরিস্থিতি মোকাবিলার জন্য ২৪ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে জারি হয়েছে লকডাউন। সরকার, চিকিৎসক মহল ও প্রশাসনের তরফ থেকে অত্যাবশ্যকীয় পণ্য সংগ্রহ ছাড়া মানুষকে বাড়ির বাইরে না বেরোতে বারবার অনুরোধ করা হচ্ছে।
তবে লকডাউন শুরুর আগে থেকেই দেশে দেখা দিয়েছে মাস্ক সংকট। প্রয়োজনের অতিরিক্ত সংখ্যক মাস্ক কিনে বাড়িতে জমিয়ে রাখছেন অনেকেই। তাই যথেচ্ছ মাস্ক ব্যবহার করা নিয়ে সতর্ক করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গতকাল সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি শুধুমাত্র বাড়ির বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন। মাস্ক সবারই প্রয়োজন। তাই অযথা তা কিনে জমিয়ে না রাখতেও অনুরোধ করেন তিনি।
লকডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত ছবি ও ধারাবাহিকের শুটিং। বর্তমানে বেশিরভাগ চ্যানেলেই পুরোনো ধারাবাহিকের সম্প্রচার করা হচ্ছে। জাতীয় টেলিভিশনে পুনঃসম্প্রচারিত হচ্ছে ‘রামায়ণ’, ‘মহাভারত’, ‘ব্যোমকেশ বক্সী’ ও ‘সার্কাস’-এর মতো তুমুল জনপ্রিয় ধারাবাহিক।
আরও পড়ুন: ৩০০ জন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইমন
এরই মাঝে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা শ্রমিকদের জন্য আপাৎকালীন তহবিল গঠনে এগিয়ে এসেছে টালিগঞ্জ স্টুডিওপাড়ার একাধিক সংগঠন।