‘মহাভারত’-এর গানে সোনু, প্রকাশ্যে ১৯৮৯ সালের ভিডিও
RBN Web Desk: সালটা ১৯৮৮। দূরদর্শনে শুরু হলো বি আর চোপড়া পরিচালিত ‘মহাভারত’-এর সম্প্রচার। প্রায় দুবছর ধরে চলা এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন গজেন্দ্র চৌহান, প্রবীণ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, মুকেশ খান্না, পুনিত ইসার, পঙ্কজ ধীর, নীতিশ ভরদ্বাজ ও অন্যান্যরা। কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন রাজ বব্বর, দেবশ্রী রায়ের মত শিল্পীরাও।
ধীরে-ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল এই ধারাবাহিক। কোনও এক রবিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ যোগাযোগ না থাকায় ‘মহাভারত’ দেখতে না পেয়ে, সেখানকার বাসিন্দারা স্থানীয় বিদ্যুৎ পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বলেও শোনা যায়।
আরও পড়ুন: চোদ্দ বছর পর কথা, মুক্তি পেল ‘দূরে থাকা কাছের মানুষ’
বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ সমস্ত ছবি ও ধারাবাহিকের কাজও। তাই ২৮ মার্চ থেকে দূরদর্শনে ফিরেছে ‘মহাভারত’।
রাজকমলের সঙ্গীত পরিচালনায় এই ধারাবাহিকের শীর্ষসঙ্গীতটি গেয়েছিলেন মহেন্দ্র কাপুর। সম্প্রতি প্রকাশ্যে এল বর্তমানে অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগমের গাওয়া ‘মহাভারত’-এর সেই শীর্ষসঙ্গীত। ১৯৮৯ সালে দিল্লীর তালকাটোরা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে গানটি গেয়েছিলেন সোনু। সেই সময় ১৬ বছর বয়স ছিল তাঁর।
Sonu Nigam Singing Mahabharat (1988) TV Serial's Title Track
Gepostet von Radio Bangla Net am Mittwoch, 13. Mai 2020