এবার নিজের গলায় গান গেয়ে চমকে দিলেন নূর

RBN Web Desk: পর্দায় নেপথ্যকণ্ঠীর গলায় ঠোঁট মেলানো নয়। নিজের গলায় গান গেয়ে এবার দর্শকদের চমকে দিলেন গাজী আব্দুন নূর। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে বাবু রাজচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতা।

রাসমণি ধারাবাহিকে তাঁর কাজ শেষ হয়েছে সম্প্রতি। এই ধারাবাহিকে রাজচন্দ্রের মৃত্যু দৃশ্যও দেখানো হয়েছে কিছুদিন আগে। সংবাদমাধ্যমকে নূর জানিয়েছেন, এখন কিছুদিন বিরতি নেবেন তিনি। তারপর হয়ত ফের তাঁকে দেখা যাবে টিভির পর্দায়।

যে জন থাকে মাঝখানে

তবে চ্যানেল কর্তৃপক্ষের দাবী, করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটি থেকে নূর একেবারেই বিদায় নিয়েছেন সেটা এখনই বলা যাবে না। আগামী দিনে কয়েকটি ফ্ল্যাশব্যাক দৃশ্যে হয়ত দেখা যাবে তাঁকে।

View this post on Instagram

🙏🙃😇 Makeup room no: 01 24 march 2019

A post shared by Gazi Abdun Noor (@noorinsoul) on

কিন্তু নূর তাঁর ভক্তকূলকে চমকে দিয়েছেন নিজের গলায় এই গান গেয়ে। গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে গানটির ভিডিয়ো পোস্ট করেন নূর। রাসমণি ধারাবাহিকের মেকআপ ঘরে শ্যুট করা হয়েছে গানটি। দু’দিনের এই জীবনে অহংকার, বিদ্বেষ ও হানাহানির বিরুদ্ধে গানটি গেয়েছেন নূর। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *